Tuesday, September 23, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollসুপ্রিম কোর্টের নয়া ফরমান, বিরাট চাপে প্রাইমারি শিক্ষকরা
Supreme Court

সুপ্রিম কোর্টের নয়া ফরমান, বিরাট চাপে প্রাইমারি শিক্ষকরা

পদোন্নতির জন্যও টেট উত্তীর্ণ বাধ্যতামূলক

কলকাতা: প্রাথমিকে শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য টেট পাশ (TET Mandatory,) করতেই হবে। শুধু তা-ই নয়, পদোন্নতির জন্যও টেট উত্তীর্ণ বাধ্যতামূলক! প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই নির্দেশের পরই তৎপর হল এ রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Primary Education Board)। শীর্ষ আদালতের নির্দেশ মেনে এ বার তারা জেলায় জেলায় কর্মরত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের তথ্য চেয়ে পাঠাল।

সোমবার পর্ষদের তরফে নির্দেশিকা জারি করে সব জেলার প্রাইমারি স্কুল কাউন্সিল (ডিপিএসসি)-এর চেয়ারম্যানদের কাছ থেকে কর্মরত শিক্ষকদের তথ্য চাওয়া হয়েছে। সময় দেওয়া হয়েছে ১৫ দিন। সেই সময়ের মধ্যে তথ্য জমা দিতে হবে পর্ষদের কাছে। কী তথ্য চাওয়া হয়েছে তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংশ্লিষ্ট জেলায় কত জন শিক্ষককে টেট দিতে হবে? সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে কে কবে অবসর নেবেন? কবে চাকরিতে যোগ দিয়েছিলেন? এই সব কিছুই বিস্তারিত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পঞ্চমী-দশমী পুজোয় কোন কোন জেলায় বৃষ্টি, দেখুন

টেট উত্তীর্ণ না-হলে পরীক্ষায় বসতে হবে প্রাথমিক শিক্ষকদের! সুপ্রিম কোর্টের নির্দেশের পর তৎপর পর্ষদ, তথ্য তলব জেলায় জেলায় রাজ্যে প্রায় দেড় লক্ষ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। তাঁদের মধ্যে যাঁরা টেট উত্তীর্ণ নন, তাঁদের সকলকেই ফের নিয়োগ পরীক্ষায় বসতে হবে। চলতি মাসের গোড়ায় এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

দেখুন ভিডিও 

YouTube player
Read More

Latest News