কলকাতা: লোকসভায় (Lok Sabha 2025) তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর পরিবর্তে দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হলো ডায়মন্ড হারবারের সাংসদ ড. কাকলি ঘোষ দস্তিদারকে। পাশাপাশি, জনপ্রিয় অভিনেত্রী ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে লোকসভায় তৃণমূলের ডেপুটি লিডার হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভায় তৃণমূলের সকল সদস্য। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই চিফ হুইপ পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে দলের অন্দরে অসন্তোষ দানা বাঁধছিল। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রর সঙ্গে তাঁর দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
আরও পড়ুন: জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব, দিলেন একগুচ্ছ নির্দেশ
Shri Kalyan Banerjee submitted his resignation yesterday to the Chairperson from the post of Chief Whip of the @AITCofficial Parliamentary Party in the Lok Sabha. The Chairperson has accepted his resignation and thank him for his contributions in that role.
In consultation with…
— All India Trinamool Congress (@AITCofficial) August 5, 2025
বৈঠকে এদিন আরেকটি বড় সিদ্ধান্তও ঘোষণা করা হয়—সুস্থতা জনিত কারণে সুধীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে লোকসভায় তৃণমূল কংগ্রেসের নতুন নেতা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলে তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার বার্তা স্পষ্ট করে দিয়েছে এই রদবদল।
তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, নতুন নেতৃত্বের হাত ধরে লোকসভায় দলীয় সাংগঠনিক কাজ আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।
দেখুন আরও খবর: