ওয়েব ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির (Delhi) অনন্দ বিহারের এক বেসরকারি হাসপাতালে। ঘটনায় এক কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। সূত্রের খবর, গুরুতর জখম হয়েছেন ৮ জন রোগী সহ মোট ১০ জন। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পরে মৃত ওই কর্মীর দেহ পাঠানো হয় ময়নাতদন্তে।
সূত্রের খবর, শনিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের (Fire) ঘটনাটি ঘটে। হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়েই সেখানে আসে দমকলের সাতটি ইঞ্জিন। আগুন এতটা ছড়িয়ে পড়েছিল যে তা নিয়ন্ত্রণে আনতে তিন ঘন্টা সময় লেগে যায়। জানা গিয়েছে, উদ্ধারকাজ চালানোর সময় শৌচাগার থেকে হাসপাতালের এক কর্মীর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক অনুমান, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে ওই কর্মীর।
আরও খবর : মুম্বইয়ের পর এবার দিল্লিতে শোরুম খুলছে টেসলা!
এই ঘটনায় পুলিশের (Police) প্রাথমিক অনুমান, হাসপাতালের সার্ভার রুম থেকে আগুন লেগে থাকতে পারে। দমকল কর্মকর্তা অশোক কুমার জয়সওয়াল বলেন, “দিল্লি ফায়ার সার্ভিস দুপুর ১২.২০ মিনিট নাগাদ হাসপাতালে আগুন লাগার খবর পায়। চার থেকে পাঁচটি দল ঘটনাস্থলে পৌঁছয়। প্রথমে আগুন নিচতলার সার্ভার রুমে ছড়িয়ে পড়ে। ঘটনায় ১১ জনকে উদ্ধার করা হয়। একজনের মৃত্যু হয়েছে” এ নিয়ে শাহদরা জেলার ডিসিপি প্রশান্ত প্রিয়া গৌতম বলেছেন, ঘটনায় ৮জন রোগী এবং ৩ জন কর্মীকে অগ্নিকাণ্ডের ঘটনার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে এক কর্মীর মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, মৃত ওই কর্মী প্রথমে ছাদে গিয়েছিলেন। কিন্তু পরে অগ্নিকাণ্ডের পর বাথরুমে ঢুকে পড়েছিলেন তিনি। তবে সেখানেই ধোঁয়ার কারণে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যে ওই মৃত কর্মীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। তবে এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
দেখুন অন্য খবর :