Sunday, October 12, 2025
HomeScrollপ্রকাশ্য দিবালোকে সোনার গয়না নিয়ে চম্পট প্রতারক, তারপর কী হল?
Nadia

প্রকাশ্য দিবালোকে সোনার গয়না নিয়ে চম্পট প্রতারক, তারপর কী হল?

ব্রোঞ্জের বালা সোনার বলে প্রতারণা! শান্তিপুরে সোনার দোকান থেকে উধাও ৮০ হাজার টাকার হার

নদীয়া: নদীয়ার (Nadia) শান্তিপুরে (Shantipur) ঘটেছে এক অভিনব প্রতারণার ঘটনা। প্রকাশ্য দিবালোকে ব্রোঞ্জের বালা সোনার বলে বিশ্বাস করিয়ে প্রায় ৮০ হাজার টাকার দুটি সোনার গলার হার নিয়ে চম্পট দিল এক প্রতারক। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার ভদ্রকালিতলা বাইগাছি পাড়ার একটি সোনার দোকানে (District news)।

দোকানের মালিক কৃষ্ণ গোপাল কর্মকার জানান, শনিবার সকাল ১১টা নাগাদ এক অপরিচিত ব্যক্তি দোকানে এসে প্রায় ৪০ হাজার টাকার মধ্যে সোনার দুল দেখতে চান। তিনি জানালে যে দামে দুল পাওয়া সম্ভব নয়, তখন ওই ব্যক্তি দোকানে থাকা অন্যান্য অলংকার দেখতে চান এবং দুটি গলার হার বেছে নেন।

আরও পড়ুন: দুর্ঘটনা এড়াতে এবার গাড়ির স্বাস্থ্যের দিকে নজর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের

এরপর কৌশলে ওই ব্যক্তি নিজের সঙ্গে থাকা ভারী একটি বালা দোকানদারকে দেখিয়ে দাবি করেন, সেটি সোনার তৈরি। তিনি বলেন, “এই বালাটা আপাতত রেখে দিন, আমি বাড়িতে গিয়ে পরিবারের পছন্দমতো দুটি হার দেখিয়ে একটি রেখে দেব, অন্যটি ফেরত দিয়ে দেব।” সরল মনে দোকানদার দুটি হার দিয়ে দেন, কিন্তু বালাটি সোনার কিনা যাচাই করেননি।

কিছুক্ষণ পর দোকানদার বুঝতে পারেন, ওই ব্যক্তি আর ফেরেননি। পরে দেখা যায়, বালাটি আসলে ব্রোঞ্জের তৈরি, যা দেখতে সোনার মতো। কৃষ্ণ গোপাল কর্মকার জানান, “ওই সময় দোকানে আরেকজন গ্রাহক ছিলেন, তাই লোকটিকে খুব একটা খেয়াল করতে পারিনি। বুঝে ওঠার আগেই সে হার দুটি নিয়ে চলে যায়।”

বাজারে খোঁজ নিয়ে জানা যায়, যে মুদিখানার দোকানের কথা প্রতারক বলেছিল, তা আদৌ নেই। পরে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেন কৃষ্ণবাবু এবং শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

দেখুন আরও খবর: 

Read More

Latest News