কোয়েল মন্ডল (কাকদ্বীপ): রাজ্যজুড়ে এসআইআরের (SIR) কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে প্রতিদিন সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক অনুপ্রবেশকারীদের। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভাজুড়ে ভিন্ন চিত্র। এই বিধানসভায় প্রায় লক্ষাধিক বাংলাদেশির বাস। বিভিন্ন সময়ে ধর্মীয় উৎপীড়ন সহ নানান কারণে চলে এসেছেন এ রাজ্যে। এদের অনেকের ভোটারকার্ডও হয়েছে।
কিন্তু ২০০২ সালের তালিকায় অধিকাংশের নাম নেই। এখানেই আশঙ্কা তৈরি হয়েছে একদা বাংলাদেশ থেকে আসা ভোটারদের মনে। আশঙ্কার দোলাচলে তাঁরা। এখনও এনুমারেশন ফর্ম জমাও দিতে পারেননি বেশীরভাগ। ভোটার তালিকায় নাম না উঠলেও তাঁরা আর বাংলাদেশ ফিরতে রাজি নন।
বিএলও জানালেন, ২০০২ সালে কোন পূর্বপুরুষদের নাম না থাকলে বর্তমান তথ্য দিতে বলা হয়েছে। বাকিটা নির্বাচন কমিশন বিবেচনা করবে। অন্যদিকে এই বাংলাদেশ থেকে আসা ভোটারদের নিয়ে তৃণমূল- বিজেপির রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিজেপি নেতৃত্ব বলছেন, দলের তরফে সিএএ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। মানুষ আবেদন করছেন৷
তৃণমূল নেতৃত্ব বলছেন, সিএএতে আবেদন করলে বিপদ। আমরা বলব যা নথি আছে তাই দিয়ে আবেদন করুন। প্রয়োজনে দলের কর্মীদের সহায়তা নিন।
আরও পড়ুন- বিএলও আপনার ফর্ম জমা করেছে? কীভাবে জানবেন? কী করবেন?
উল্লেখ্য, ২০০২ সালে ভোটার তালিকায় নাম নেই, এই নিয়ে দোলাচালে বহু মানুষ। এক অজানা আতঙ্ক তৈরি হয়েছে। ভয়ে বহু মানুষ ভিটে ছেড়ে পাড়ি দিচ্ছে অন্যত্র। এক ভয় আতঙ্ক গ্রাস করছে।
দেখুন আরও খবর-







