ওয়েল ডেস্ক : ফের এসআইআর (SIR) আতঙ্কে মৃত্যু রাজ্যে। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদ (Murshidabad)। পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে এসআইআর আতঙ্কে মৃত্যু (Death) হয়েছে ওই ব্যক্তির। আর এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফলে এ নিয়ে রাজ্যে এসআইআর নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
জানা যাচ্ছে, মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর মিয়াপাড়ায় এসআইআর (Special Intensive Revision) আতঙ্কে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এমনটাই দাবি করা হয়েছে পরিবারের তরফে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ২০২৫ সালের ভোটার লিস্ট অনুযায়ী আকালি খান। যদিও ২০০২ সালের রেকর্ডে তাঁর নাম ছিল এরফান খান।
আরও খবর : কল্যাণীতে প্রথমবার বাড়ি বাড়ি পাইপ লাইনে রান্নার গ্যাস
পরিবার সূত্রে জানা গিয়েছে, নথিপত্রে এই নাম ভুল থাকার কারণে এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তীব্র মানসিক চাপ ও উদ্বেগে ভুগছিলেন ওই ব্যক্তি। নাম সংশোধনের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেও তিনি স্বস্তি পাননি। পরিবারের অভিযোগ, অতিরিক্ত ভয়, টেনশন এবং হতাশার কারণে গতকাল রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। এসআইআর-এর জেরে সৃষ্ট আতঙ্কের বলি হলেন ওই ব্যক্তি। এমনটাই দাবি করছে তাঁর পরিবার।
নির্বাচন কমিশনের বার বার আশ্বাসবানী দেওয়ার পরেও, মানুষের মধ্যে এক অজানা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। ভোটার তালিকায় নাম নেই, জন্ম তারিখ ভুল, এই সব নানা ধরনের ভয় উদ্বেগ তৈরি হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই মনে করছেন তাদের দেশ থেকে বিতাড়িত হতে হবে। উদ্বাস্তু হওয়ার আশঙ্কায়, চরম সিদ্ধান্ত নিয়ে ফেলছেন তারা।
দেখুন অন্য খবর :







