ওয়েবডেস্ক- ডিসেম্বর মাস উৎসবের মরশুম। আর দুদিন বাদেই বড়দিন। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে শীতের আমেজ। ফলে শীতের রোদ উপভোগ করতে হাওড়ার ট্রেনে চেপে বহু মানুষই কলকাতামুখী। কারণ শীতের মেজাজটিকে পুরো উপভোগ করা। সেই সঙ্গে প্রতিদিন নিত্যযাত্রীদের আসা ও ফেরা তো আছেই। এদিকে সময় বাদ সাধছে ট্রেন।
হাওড়া ডিভিশনের (Howrah Division) খানা জংশন (Khana Junction) স্টেশনে ট্র্যাকে নন-ইন্টারলকিং কাজের ব্যাহত হবে ট্রেন চলাচল।
৮/১২/২০২৫ বাতিল থাকছে এই ট্রেনগুলি-
63515, 63517, 63549, 63521, 63523, 63519, 63525 বর্ধমান – আসানসোল মেমু
- 63516, 63518, 63550, 63522, 63524, 63526 আসানসোল – বর্ধমান মেমু
- 63583, 63069 বর্ধমান – রামপুরহাট মেমু
- 63584 রামপুরহাট – বর্ধমান মেমু
- 13504 হাতিয়া – বর্ধমান মেমু এক্সপ্রেস
- 13179 শিয়ালদহ – সিউরি মেমু এক্সপ্রেস
৯/১২/ ২০২৫ রওনা দেবে
- 13180 সিউরি – শিয়ালদহ মেমু এক্সপ্রেস
- 63510 আসানসোল – বর্ধমান মেমু
- 63068 রামপুরহাট – বর্ধমান মেমু
গতিপথ পরিবর্তন-
ব্যান্ডেল-কাটোয়া-আহমদপুর হয়ে ট্রেনের ডাইভারশন (৮/১২/২০২৫ তারিখে যাত্রা শুরু হচ্ছে)
13031 হাওড়া – জয়নগর এক্সপ্রেস, 13149 শিয়ালদহ – আলিপুর দুয়ার জং কাঞ্চনকন্যা এক্সপ্রেস, 13147 শিয়ালদহ – বামনহাট উত্তর বঙ্গ এক্সপ্রেস, 13161 কলকাতা – বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, 13150 আলিপুর দুয়ার জং – শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস – 13147 শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, 13148 বামনহাট – শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস।
ব্যান্ডেল – কাটোয়া – আজিমগঞ্জ হয়ে ট্রেনের গতি পরিবর্তন (০৮.১২.২০২৫ তারিখে যাত্রা শুরু):
12343 শিয়ালদহ – হলদিবাড়ি দার্জিলিং মেল, 12345 হাওড়া – গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, 12344 হলদিবাড়ি – শিয়ালদহ দার্জিলিং মেল, 12346 গৌহাটি – হাওড়া সরাইঘাট এক্সপ্রেস।
আরও পড়ুন- জেলায় পারদ নেমেছে ১০ ডিগ্রিতে! কলকাতায় কত?
ব্যান্ডেল – কাটোয়া – আহমেদপুর হয়ে ট্রেনের গতি পরিবর্তন (০৯.১২.২০২৫ তারিখ থেকে যাত্রা শুরু):
13162 বালুরঘাট – কলকাতা তেভাগা এক্সপ্রেস।
তাছাড়া, 22322 সিউড়ি – হাওড়া হুল এক্সপ্রেস (০৮.১২.২০২৫ তারিখে শুরু হওয়া যাত্রা) সাঁইথিয়া – আহমেদপুর – কাটোয়া – ব্যান্ডেল হয়ে ঘুরিয়ে দেওয়া হবে এবং 63064 তিনপাহাড় – বর্ধমান মেমু (০৮.১২.২০২৫ তারিখে শুরু হওয়া যাত্রা) রামপুরহাটে সংক্ষিপ্তভাবে শেষ করা হবে।
দেখুন আরও খবর-







