ওয়েবডেস্ক- SIR পর্বের আজ অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আজ এসআইআর (SIR) খসড়া তালিকা (Draft Voter List) প্রকাশ। সেই সন্ধিক্ষণে এবার সামনে পশ্চিমবঙ্গে (West Bengal) নাম বাদের তালিকা। ২০২৫ সালে এসআইআর – কাদের নাম বাদ গেল? এই তালিকা প্রকাশিত হল। সেই তালিকায় আছে কী আপনার নাম? আপনার আপনজন, পরিবার, আত্মীয়দের নাম আছে তো?
কীভাবে দেখবেন
ceowestbengal.wb.gov.in/asd_sir
এখানে লগ করলেই সামনে খুলে যাবে সেই তালিকা।
ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে তালিকা।
অনলাইন ছাড়াও অফলাইনে দেখা যাবে কীভাবে?
রাজ্যের সব বিএলও-দের কাছে হার্ড কপি দেওয়া হবে। ভোটাররা নিজের এলাকায় বিএলও-র কাছে গিয়ে তাদে নাম যাচাই করতে পারেন। বিএলও- দের বুথে গিয়ে এই কাজ করার কথা বলেছে কমিশন। এছাড়াও রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে সফ্টকপি দেবে কমিশন থেকে। জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-দের হার্ড কপি দেওয়া হবে। তাঁদের কাছে গিয়েও ভোটারেরা জানতে তালিকায় নাম আছে কিনা? খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ যাচ্ছে, তা নিয়ে পৃথক তালিকা প্রকাশ করবে কমিশন।
খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ যাচ্ছে, তা নিয়েও পৃথক তালিকা প্রকাশ করবে কমিশন।
বিহারে পরে পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয় এসআইআর। ৪ ডিসেম্বর এই ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এনুমারেশন পর্ব শেষ করার কথা ছিল। পরে সেই সময় বাড়ানো হয়। সেই মতো ১১ ডিসেম্বর এনুমারেশন প্রক্রিয়া শেহ করে ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ।
SIR কাজ শেষ করার জন্য বাড়তি সময় পায় তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর এবং উত্তরপ্রদেশকে। এই সাত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মঙ্গলবার এসআইআরের খসড়া তালিকা প্রকাশ করা হচ্ছে না।
আরও পড়ুন- ভোটার তালিকায় ম্যাপিংয়ে গড়মিল, শীর্ষে উত্তর ২৪ পরগনা, আছে কলকাতাও
উল্লেখ্য, এসআইআর নিয়ে ভোটারদের উদ্বেগের মধ্যেই আজ খসড়া ভোটার তালিকা। এক ওয়েবসাইটের খুলে এক ক্লিকেই আপনি আপনার নাম দেখে নিতে পারবে। একদিনে উদ্বেগ কমবে নাম না থাকলে নতুন করে আতঙ্ক তৈরি হওয়ার আশঙ্কা। আগেই নাম নামের ভুল, পদবি ভুল, বানান ঠিক নেই একাধিক কারণে একাধিক মানুষ আত্মঘাতী হয়েছেন। এই আগেই কমিশনের এই এতো তাড়াহুড়ো করে এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশে ভয় না পাওয়ার বার্তা দিয়ে সরকার পাশে আছে বলে ভরসা দিয়েছেন।
দেখুন ভিডিও-







