Sunday, October 12, 2025
HomeBig newsআজ ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী
Mamata Banerjee

আজ ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

যাবেন দার্জিলিংয়ে, মিরিক সহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন

ওয়েবডেস্ক- আজ ফের উত্তরবঙ্গ (North Bengal) সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)। বন্যা দুর্গত (Flood Disaster) উত্তরবঙ্গের অবস্থা আজ ফের নিজের চোখে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে বিশেষ বিমানে আলিপুরদুয়ারের হাসিমারা ছাউনিতে নামবেন তিনি। রাতে থাকতে পারেন মালঙ্গি বাংলোয়। দার্জিলিংয়ে (Darjeeling) যাবেন মুখ্যমন্ত্রী। মিরিক (Mirik) ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ারও কথা আছে তাঁর। ক্ষতিগ্রস্ত এলাকা দেখার পাশাপাশি ত্রাণের কাজে তদারকি করবেন তিনি।

সম্প্রতি ভারী বৃষ্টি, ভূমিধসে ভেসে গেছে ডুয়ার্স সহ একাধিক এলাকা। মৃত্যুর সাক্ষী থেকেছে পাহাড়। সেই সময় কার্নিভাল সেরে তড়িঘড়ি মুখ্য সচিব মনোজ পন্থকে নিয়ে উত্তরবঙ্গে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেইদিন তিনি উত্তরবঙ্গের মানুষকে বলে এসেছিলেন ফের তিনদিন পর আসবেন তিনি। সেই কথাই রাখলেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের দুর্গত এলাকার মানুষগুলি কেমন আছেন, তা নিজের চোখে চাক্ষুষ করতে আজ রওনা দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আগের সফর শেষে কলকাতা ফেরার সময় জানিয়েছিলেন, দ্রুত ত্রাণ দেওয়ার নির্দেশ দিয়ে যাচ্ছেন তিনি। সেই মতো মিরিক ও নাগরাকাটায় প্রায় ৪০০ ব্যাগে দুধ, চাল, কম্বল, সোয়েটার, শাড়ি ও অন্যান্য সামগ্রী পাঠানো হয়েছে। সেগুলি এই দ্বিতীয়বারের সফরে খতিয়ে দেখবেন। পাশাপাশি বিপর্যস্ত উত্তরবঙ্গে ক্ষতি হয়ে বহু এলাকার। সেই সমস্ত কিছু খতিয়ে দেখবেন তিনি। রাস্তা কতটা দ্রুত মেরামত করা যায়, সেগুলিরও তদারকি করবেন। সেইসঙ্গে কত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইগুলি হিসেব করে দেখবেন তিনি।

উত্তরবঙ্গে দুর্যোগের কবলে প্রায় ১২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ৬ হাজার বাড়ি পুরো ভেঙে গেছে। যারা ত্রাণ শিবিরে রয়েছেন তাদের কত দ্রুত ঘরে ফেরানো যায়, সেই সমস্ত কিছুই আজ দেখবেন তিনি।

আরও পড়ুন- দুর্যোগ কাটিয়ে সেজে উঠছে পাহাড়, ডুয়ার্স! উত্তরবঙ্গে এখন কী অবস্থা?

সেখানে নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে বিপর্যস্ত উত্তরবঙ্গের ত্রাণ ও পুনর্বাসন নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। ইতিমধ্যেই প্রশাসনিক কর্তাদের ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট তৈরির দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দেখুন আরও খবর-

Read More

Latest News