কলকাতা: ইশা সাহার (Ishaa Saha) প্রত্যেক লুকই অন্যদের থেকে তাকে আলাদা করে। ইশার ডাস্কি স্কিন টোন এবং কাজল কালো মায়াবী চোখ দেখে নিস্পলক তাকিয়ে থাকেন অনেকেই। তাঁর প্রেমে কত পুরুষই যে পাগল হয়েছেন, তা আর বলার অপেক্ষা থাকে না। তাঁর চোখের জাদুতে সবাই কাবু। এবার অভিনেত্রীকে দেখা গেল ইন্দো-ওয়েস্টান সাজে। সাজে রয়েছে বোহিমিয়ার ছোঁয়া। স্যোশাল মিডিয়ায় কাঁপাচ্ছে অভিনেত্রীর ছবি।
আরও পড়ুন: পিঠে ইউভান, সমুদ্র সৈকতে ঘুরচ্ছেন শুভশ্রী
বং ডিভা ইশা সাহার সৌন্দর্য বরাবরই সবাইকে মুগ্ধ করে। ইশার স্টাইলিং এবং ফ্যাশন স্টেটমেন্ট দেখে চোখ ফেরানোই দায় হয়। কত পুরুষ হৃদয়ে যে ঝড় তোলে, তার হিসেব রাখাও মুশকিল। সৌন্দর্য, গ্ল্যামার এবং অভিনয় দক্ষতার পাশাপাশি ইশার আরও একটি গুণ সবার নজর টানে। কখনও তিনি জ্যাকেটের সঙ্গে শাড়ি পরে তাক লাগিয়ে দেন। আবার জিন্সের সঙ্গে শাড়ি পরেও ইশাকে খুব ভালো দেখায়। একদম অন্যরকম স্টাইলিংয়ে সবাইকে চমকে দেন এই অভিনেত্রী। কখনও আবার সম্পূর্ণ রহস্যময়ী হয়েও ধরা দিয়েছেন তিনি। এবার অভিনেত্রী ধরা দিলেন ইন্দো-ওয়েস্টান সাজে। সাজে রয়েছে বোহিমিয়ার ছোঁয়া। বেগুনি হল্টারনেক ক্রপ টপের সঙ্গে ডুয়েল কাপড়ের বেলবটম জিন্স পড়ে দেখা গেল।চোখের নেশায় মন হারালেন সবাই। এই সাজে তাক লাগিয়েছেন। যেন অসময় রামধনু। যাতে চমৎকার দেখাচ্ছে তাঁকে।
View this post on Instagram
অন্য খবর দেখুন