Friday, October 10, 2025
Homeবিনোদনস্ত্রীর জন্মদিনে বিরাট জানালেন কেন তিনি অনুষ্কা প্রেমে পাগল!

স্ত্রীর জন্মদিনে বিরাট জানালেন কেন তিনি অনুষ্কা প্রেমে পাগল!

ওয়েব ডেস্ক: ৩৬ বছরে পা রাখলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা(Anushka Sharma)। বলিউড এবং ক্রিকেট জগতের প্রথম সারির দম্পতি হিসেবে পরিচিত অনুষ্কা ও বিরাট কোহলি(Anushka and Virat Koholi)। ক্রিকেটের মাঠে স্বামীর আনন্দ শেয়ার করে নিতে মাঝেমধ্যেই অনুষ্কাকে দেখা যায়। তাদের জীবনে এসেছে কন্যা ভামিকা। তাদের বিয়ে হয়েছে পাঁচ বছর। হাতে হাত রেখে এই তারকা যুগল ভালোবাসার জোয়ারে ভেসে যাচ্ছে। আজ জন্মদিনে বিরাট স্ত্রীকে শুভেচ্ছা জানাতে অনুষ্কার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

আরও পড়ুন:এবার যকের ধন খুঁজতে সোনার কেল্লায় পরমব্রত -কোয়েল

অনুষ্কার সানকিজ মুহূর্ত থেকে শুরু করে কোহলির সঙ্গে মিষ্টি মধুর মুহূর্ত কিভাবে কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী বিরাটের সেসব পোস্ট করা ছবি দেখলেই বোঝা যায়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘…. তোমার সমস্ত সুন্দর পাগলামির জন্য তোমাকে ভালোবাসি। শুভ জন্মদিন(Happy Birthday)। তুমিই আমার সবকিছু’। এভাবেই বলিউড অভিনেত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে থাকেন স্বামী ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি।

২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির রাজকীয় আয়জনের মধ্যে বিরাট-অনুষ্কা বিয়ের সেরেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট শ্রী অনুষ্কার আত্মত্যাগ যে তাকে কিভাবে অনুপ্রাণিত করে তা নিয়ে যথেষ্ট প্রশংসা করেন। আরসিবির পডকাস্ট-এ সম্প্রতি ভারতীয় ক্রিকেটার বলেন, ‘গত দুবছরে যে পরিস্থিতির মধ্যে আমাদের জীবনের সন্তান এসেছে মা হিসেবে অনুষ্কার যে ত্যাগ তা অভাবনীয়। আমি উপলব্ধি করেছি ওর কাছে আমার সমস্যাগুলো যেন কোন সমস্যাই নয়।’


রাত থেকে শুভেচ্ছা জোয়ারে ভেসে বেড়াচ্ছেন বলিউড সুন্দরী। শুধু বলিউড থেকে নয়, ক্রিকেটের জগত থেকেও অনুষ্কার জন্মদিনে ভেসে আসছে শুভেচ্ছা। আর এবারে স্ত্রীর জন্মদিনে বিশেষ বার্তা দিয়ে কোহলি লিখেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ তুমি জন্মেছো, তুমি না থাকলে যে আমার কি হতো!’


শোনা যাচ্ছে অনুষ্কা শর্মা- বিরাট কোহলি এখন লন্ডনে বসবাস করছেন। দম্পতি সন্তানদের লাইমলাইট থেকে দূরে রাখতে আর ব্যক্তিগত জীবন উপভোগ করতে লন্ডনে চলে গেছেন এমনটাই খবর প্রকাশিত হয়েছে। লন্ডনে থাকার খবর মাধুরী দীক্ষিতের স্বামী শ্রীরাম নেনে জানিয়েছেন। আইপিএল ক্রিকেটের মধ্যেই আজ অনুষ্কার জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে। যদিও বিরাট এখন ভারতে আইপিএল ক্রিকেট নিয়ে ব্যস্ত। তবুও শোনা যাচ্ছে লন্ডন নাকি এখন বিরস্কার স্থায়ী ঠিকানা। যদিও এ ব্যাপারে তারা নিজেরা কিছু জানাননি।

Read More

Latest News