কলকাতা: নতুন বছরের শুরুতেই ভালোবাসার জোয়ারে ভাসলেন রণবীর-আলিয়া। স্ত্রী আলিয়াকে (Alia Bhatt) বাহুডোরে বেঁধেই নতুন বছরে প্রবেশ করলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। ২০২৫ সালকে স্বাগত জানাতে তারা একসঙ্গে কাটালেন বিশেষ মুহূর্ত। পরিবারের সঙ্গেই সেলিব্রেশনে মেতেছিলেন তারকা দম্পতি। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও শেয়ার করলেন নীতু কাপুর। হাতে শ্যাম্পেনের বোতল, রণবীর-আলিয়ার আদুরে সেলিব্রেশন ভাইরাল!
নতুন বছরের শুরুতেই ভালোবাসার জোয়ারে ভাসলেন আলিয়া-রণবীর। আলিয়াকে আদরে ভরিয়ে নতুন বছর শুরু করলেন রণবীর। রণবীর আলিয়াকে কাছে টেনে নতুন বছরটি উদযাপন করেন। পরিবারের সঙ্গেই সেলিব্রেশনে মেতেছিলেন এই তারকা দম্পতি। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও শেয়ার করেন নীতু কাপুর। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বর্তমানে রণবীর পুরদস্তুর ‘ফ্যামিলি ম্যান’। আলিয়া-রাহাকে চোখে হারান তিনি। ভিডিও দেখা যাচ্ছে, নতুন বছরকে স্বাগত জানাতে কোনও বিলাসবহুল রিসর্টে গিয়েছিলেন রণলিয়া। মাঝরাতের খোলা আকাশের নিচে সেলিব্রেশন। নীতু কাপুর, সোনি রাজদান, স্বামী ও কন্যা-সহ রিধিমা কাপুর আর অবশ্যই ছোট্ট রাহা। হাতে শ্যাম্পেনের বোতল নিয়েই নতুন বছরকে স্বাগত জানান তারকা। আতসবাজির রোশনাইয়ে আকাশ ভরে উঠতেই ছুটে চলে আসেন আলিয়ার কাছে। তাঁকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দেন।
আরও পড়ুন: নতুন বছরের প্রথম মাসেই আসতে চলেছে ৭ টি ছবি, দেখে নিন বিস্তারিত
নীতু কাপুর ইনস্টাগ্রামেরপোস্টে দেখা গিয়েছেন, পুরো পরিবার একসঙ্গে রয়েছে। ছবিতে রণবীরকে কালো শার্ট ও ট্রাউজারে দেখা গেছে, এবং ছোট রাহা লাল-সাদা সুন্দর ফ্রকে সেজেছে, তার মাথার চুলে লাল ফিতা বাঁধা। আলিয়া পরেছিলেন কালো শর্ট ড্রেস, এবং সোনি রাজদানকে আলিয়ার পাশে দাঁড়িয়ে দেখা গিয়েছে।
View this post on Instagram
অন্য খবর দেখুন