Tuesday, August 26, 2025
Homeবিনোদনবিমানবন্দরে ছোট্ট দুয়াকে নিয়ে পাপারাৎজ্জিদের দেখে রেগে গেলেন দীপিকা!

বিমানবন্দরে ছোট্ট দুয়াকে নিয়ে পাপারাৎজ্জিদের দেখে রেগে গেলেন দীপিকা!

ওয়েব ডেস্ক: তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনে(Ranveer Singh-Deepika Padukone)র শিশুকন্যা দুয়া(Daughter Dua)র ছবি সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল(Viral in Social media) হয়েছে। এরপর থেকেই বেশ ক্ষুব্ধ তারকাদম্পতি। মেয়ের জন্মের পর থেকেই তাঁরা মেয়ের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেননি। এমন কি সংবাদমাধ্যম বা পাপারাজ্জিদের(Paparazzi) সামনেও তাকে আনেননি। আগামী ৮ সেপ্টেম্বর তাঁদের কন্যা দুয়া একবছর পূর্ণ করবে। কিন্তু এত সাবধানতা সত্ত্বেও সম্প্রতি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যামেরায় ধরা পড়েছে দীপিকার কোলে দুয়া। এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তাঁদের অনুরাগীরাও বেশ ক্ষুব্ধ(Slammed by netizens)।

আরও পড়ুন:‘আমাদের ছোট্ট পৃথিবী…’ দুই থেকে তিন হচ্ছেন পরিণীতি-রাঘব


সামাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে দীপিকা ক্যামেরাপারসনকে বলছেন ক্যামেরা বন্ধ করতে। এই ঘটনায় ভক্তরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, ‘বাবা-মায়ের সিদ্ধান্তকে সম্মান করুন।’ আবার কেউ কেউ মন্তব্য করছেন, ‘দীপিকা প্রথম থেকেই সন্তানকে ক্যামেরার সামনে আনতে চান না। তাহলে কেন এমন করছেন?’ অনেক অনুরাগী আবার ভিডিওটি মুছে ফেলারও দাবি তুলেছেন। কেউ লিখেছেন, ‘দীপিকা প্রথম থেকেই সন্তানকে ক্যামেরার সামনে আনতে চান না। তাহলে কেন এরকম করছেন!’

দেখুন অন্য খবর:

Read More

Latest News