Tuesday, August 26, 2025
HomeScrollমহারাজা তোমারে সেলাম

মহারাজা তোমারে সেলাম

ওয়েব ডেস্ক: ১ মে মে ডে হলে, ২ মে বলা যেতেই পারে রে ডে। কেন বলছি বলুন তো? আজ সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ১০৪ তম জন্মদিন। ‘ মহারাজা তোমারে সেলাম ‘। তিনি না থাকলে হয়তো বাঙালি পরিপূর্ণই হতনা। বাংলা চলচ্চিত্রে তাঁর অসামান্য কৃতি মানুষ বছরের পর বছর মনে রাখবেন। স্মরণ করবেন।

আরও পড়ুন: ক্যাজুয়াল লুকে সোহিনী

ভাই বোনের মিষ্টি মধুর সম্পর্ক হয়তো আমরা পর্দায় প্রথম ফুটে উঠতে দেখেছিলাম অপু দুর্গার হাত ধরে, পথের পাঁচালীতে (Pother Panchali)। শরৎ কালকে স্বপ্নের মত দেখেছিলাম এই সিনেমার দ্বারাই। যেখানে অপু ছুটছে, আর ভাইকে সঙ্গ দিতে এবং আগলে রাখতে দুর্গা তাঁর দিদি পিছন পিছন। নতুন জিনিসকে আবিষ্কার করে দেখার মধ্যে উন্মাদনা প্রথম এই সিনেমার দ্বারাই যে দেখি। বাঙলা থেকে একমাত্র বাঙালি যিনি এখনও পর্যন্ত অস্কার জয়ী। শুধু কি তাই, সত্যজিতের হাত ধরেই বাঙালি পায় তাঁদের প্রিয় ফেলুদাকে। বাঙালি কখনই তাঁর কৃতিত্বের কথা ভুলবে না। কারণ সত্যজিৎ যে একজনই।

দেখুন অন্য খবর

Read More

Latest News