Saturday, January 3, 2026
Homeবিনোদনঅ্যানির 'আমরা স্বাধীন' গানের অনুষ্ঠানে উপল-গাবুরা
Amra Swadhin

অ্যানির ‘আমরা স্বাধীন’ গানের অনুষ্ঠানে উপল-গাবুরা

অভয়াকাণ্ড নিয়েই এই গানটি

কলকাতা: সংগীতশিল্পী অ্যানি আহমেদ(Anny Ahmed) সম্প্রতি মহিলা সংগীতশিল্পীদের সঙ্গে নিয়ে তাঁর একটি নতুন গান ‘আমরা স্বাধীন'(Amra Swadhin) লঞ্চ করলেন। সেই সঙ্গে লাইভ পারফরমেন্সের আয়োজন করেছিলেন। গানটি অ্যানির নিজের লেখা এবং সুর দেওয়া। অভয়াকাণ্ড নিয়েই এই গানটি। নারী নির্যাতনের বিরুদ্ধে এই গান অ্যানি পরিবেশন করলেন। এর আগে অ্যানি ‘হইচই ‘ ওয়েব প্ল্যাটফর্মে এসভিএফ প্রযোজিত ‘চরিত্রহীন'(Charitraheen) ওয়েব সিরিজের দ্বিতীয় পার্টের টাইটেল সঙ গেয়েছিলেন।

আরও পড়ুন: কলকাতায় ১১ জানুয়ারি হচ্ছে না এ আর রহমানের শো

গত ডিসেম্বর মাসে আত্মপ্রকাশ করেছে অ্যানির দুটি নতুন ব্যান্ড ‘অ্যানি’স অ্যান্হেম’। এছাড়া এই অনুষ্ঠানে পরিবেশিত হয়েছিল মৌলিক সৃষ্টির পাশাপাশি জনপ্রিয় হিন্দি ও বাংলা গান। যা সমসাময়িক ও সতেজ সংগীত ধারার প্রতিফলন ঘটায়। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘চন্দ্রবিন্দু’র উপল(Upal), ‘লক্ষীছাড়া’র গৌরব চট্টোপাধ্যায় (গাবু) ও অন্যান্যরা। গল্ফ গার্ডেনের এক ক্যাফেটেরিয় সম্প্রতি এই সংগীত লাঞ্চ অনুষ্ঠানটি হয়েছিল।
প্রসঙ্গত, অ্যানি ‘এ ডট ইন দ্য স্কাই’ বাংলা গানের ব্যান্ড ছাড়ার পর ‘অ্যনিস অ্যান্হেম’ ও ‘সুরভানা'(SurVana) দুটি বাংলা ব্যান্ড সম্প্রতি শুরু করেন। প্রথমটি পুরুষ ব্যান্ড মেম্বারদের নিয়ে এবং দ্বিতীয়টি মহিলাদের।
অ্যানি আহমেদ আবুধাবি ও দুবাইয়ে বেশ কিছু অনুষ্ঠানে পারফর্ম করে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন।

Read More

Latest News