Friday, August 29, 2025
Homeবিনোদনঅ্যাসিড আক্রান্ত মেয়েদের নাচে 'নটী বিনোদিনী'কে শ্রদ্ধা

অ্যাসিড আক্রান্ত মেয়েদের নাচে ‘নটী বিনোদিনী’কে শ্রদ্ধা

‘বিনোদিনী-একটি নটির উপাখ্যান’ ছবির দেশব্যাপী মুক্তি উপলক্ষে সম্প্রতি বিধাননগরে একটি শপিংমল-এর ব্যাংকয়েটে বিনোদিনীকে শ্রদ্ধা জানিয়ে একটি নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন ছবির মুখ্য অভিনেত্রী রুক্মিণী মৈত্র, ওম সাহানী এবং পরিচালক রামকমল মুখার্জি সহ অন্যান্যরা।অভিনেতা দেব এর ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’ এই ছবির প্রযোজক।
বিনোদিনী ছিলেন নারী ক্ষমতায়ন এবং নারীবাদীর বিজয়ের প্রতিচ্ছবি। ‘সৃষ্টি নৃত্য অ্যাকাডেমি’র পক্ষ থেকে নাচের মাধ্যমে নটী বিনোদিনীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই সুন্দর নৃত্যাঅনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিনোদিনীকে শ্রদ্ধা জানানো হল ‘নারীশক্তি’ শীর্ষক এই সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান পরিবেশন করে। অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়া এবং সুবিধাবঞ্চিত বেশ কিছু মহিলা নৃত্যাঅনুষ্ঠানে যোগ দিয়েছিলেনে অংশগ্রহণ করেছিলেন। ছবির ‘কানহা..’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন শিল্পীরা
করে অন্য আবেগ তৈরি করেন ।
ছবির বিনোদিনী চরিত্রাভিনেত্রী রুক্মিণী বলেন, “আমি বলতে পারি এই সমাজের অনেক সুবিধাবঞ্চিত মহিলাদের প্রতিভা প্রদর্শন অবিশ্বাস্যভাবে ভালো কাজ এবং ‘বিনোদিনী…’ ছবি  একটি মহিলাকেন্দ্রিক চলচ্চিত্র হওয়ায় ডান্স পারফরম্যান্সের মাধ্যমে প্রদর্শিত নারী ক্ষমতায়নের আসল সারমর্মকে উৎসাহিত করে ।”

Read More

Latest News