Sunday, September 21, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইজরায়েলের! আকাশপথে শুরু হামলা

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইজরায়েলের! আকাশপথে শুরু হামলা

ওয়েব ডেস্ক: ফের বারুদের গন্ধে ভরে উঠেছে মধ্যপ্রাচ্যের (Middle East) আকাশ-বাতাস। যুদ্ধের দামামা বাজিয়ে ফের শুরু হয়েছে আকাশপথে হামলা (Air Strike)। এবার সম্মুখ-সমরে ইজরায়েল (Israel) এবং ইরান (Iran)। শুক্রবারই ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। এদিন তিনি এও জানিয়ে দেন যে, দুই দেশের এই যুদ্ধ কঠিন হতে চলেছে এবং এই ঘাত-প্রত্যাঘাত অনেকদিন চলবে।

শুক্রবার নেতানিয়াহু একইসঙ্গে এই যুদ্ধের কারণ জানিয়ে দেন। তাঁর দাবি, ইরানের বিপদ থেকে ইজরায়েলকে বাঁচাতেই হামলা চালিয়েছে ইহুদি সেনা। তবে শুধু আক্রমণ নয়, ইরানের প্রত্যাঘাত সামাল দিতেও একাধিক বড় পদক্ষেপ নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। সূত্রের খবর, শুক্রবারই ইজরায়েলি রাজধানী তেল আভিভে অবস্থিত বেন গুরিয়োঁ বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফের ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা করল ইজরায়েল

জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইজরায়েল। রাজধানী তেহরান সহ আশেপাশের এলাকাতেও আকাশপথে হামলা চালানো হয়েছে নেতানায়িহুর সেনার তরফে। ইজরায়েলের একাধিক সেনা আধিকারিক, সে দেশের সংবাদমাধ্যম থেকে শুরু করে ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রীও এই হামলার কথা স্বীকার করেছেন। তবে ইরানের কোন কোন এলাকায় আক্রমণ করা হয়েছে, তা এখনও স্পষ্ট করা হয়নি।

তবে ইজরায়েল-ইরানের এই যুদ্ধে আপাতত নিজেদের জড়াতে চাইছে না আমেরিকা। এই বিষয়ে সম্প্রতি একটি বিবৃতি জারি করেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, “আজ ইজরায়েল ইরানের বিরুদ্ধে একপাক্ষিক পদক্ষেপ করেছে। আমরা এই হানার সঙ্গে যুক্ত নই। আমাদের এখন লক্ষ্য হল ওই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীকে সুরক্ষিত রাখা।”

দেখুন আরও খবর: 

Read More

Latest News