Thursday, September 11, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeমোবাইলের ফিচার স্মার্টওয়াচেও! ভূমিকম্পের আগেই মিলবে ‘অ্যালার্ট’

মোবাইলের ফিচার স্মার্টওয়াচেও! ভূমিকম্পের আগেই মিলবে ‘অ্যালার্ট’

ওয়েব ডেস্ক: ইদানিং প্রায় রোজ দিনই হচ্ছে ভূমিকম্প (Earthquake)। কয়েকমাস আগে থাইল্যান্ড ও মায়ানমারের ভূকম্পনে প্রাণ হারিয়েছেন অনেকেই। এর পরই একাধিকবার এশিয়ার বিভিন্ন দেশে অনুভূত হয়েছে কম্পন। কিন্তু সময়ের আগেই যদি এই বিপদের পূর্বাভাস (Alert) মেলে, তাহলে অনেক জীবন বাঁচানো সম্ভব হতে পারে। এবার সেই প্রযুক্তি আরও এক ধাপ এগোল। এবার থেকে গুগলের স্মার্টওয়াচেও (Smartwatch) মিলবে ‘আর্থকোয়েক ডিটেকশন’ (Earthquake Detection) ফিচার। এই ফিচারের মাধ্যমে ভূকম্পনের আগাম সতর্কবার্তা পৌঁছে যাবে ব্যবহারকারীর ঘড়িতে।

এর আগে ২০২০ সালের আগস্ট মাসে গুগল (Google) এই ফিচার প্রথম নিয়ে আসে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে। যদিও সেই সময় ভারতীয় ব্যবহারকারীদের কাছে ফিচারটি উপলব্ধ ছিল না। অবশেষে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে এদেশেও চালু হয় ভূমিকম্পের আগাম বার্তা দেওয়ার সেই প্রযুক্তি। এবার সেই পরিষেবাই আসতে চলেছে গুগল স্মার্টওয়াচে।

আরও পড়ুন: মোবাইল ব্যবসায় মার্কিন প্রেসিডেন্ট! লঞ্চ হচ্ছে ‘ট্রাম্প মোবাইল’

তবে গুগলের এই প্রযুক্তি কিন্তু সিসমোমিটারের ভিত্তিতে কাজ করে না, স্মার্ট ডিভাইসের মোশন সেন্সরের উপর নির্ভর করে গুগলের ‘আর্থকোয়েক ডিটেকশন’ ফিচার। একসঙ্গে যদি অনেকগুলি মোবাইল কোনও অঞ্চলে মাটির কম্পন অনুভব করে, তাহলে সেই তথ্য দ্রুত পৌঁছে যায় গুগলের সার্ভারে। সেখান থেকে বিশ্লেষণ করে বোঝা যায় সত্যিই ভূমিকম্প হচ্ছে কিনা। নিশ্চিত হলে কাছাকাছি থাকা ব্যবহারকারীদের মোবাইলে সতর্কবার্তা পাঠিয়ে দেয় গুগল। সেই সতর্কবার্তায় জানিয়ে দেওয়া হবে যে, ব্যবাহরকারী ভূমিকম্পের কেন্দ্রবিন্দু থেকে কতটা দূরে রয়েছেন।

এই ব্যবস্থাই এবার স্মার্টওয়াচে নিয়ে আসছে গুগল। এর ফলে যদি ফোন হাতে বা আশেপাশে না-ও থাকে, তবু স্মার্টওয়াচ ব্যবহারকারীরা বিপদের আগাম সতর্কতা পেয়ে যাবেন কবজিতে বাঁধা ঘড়ির মাধ্যমে। বিশেষত যাঁরা LTE-এনাবলড স্মার্টওয়াচ ব্যবহার করেন, তাঁদের জন্য এই ফিচার অত্যন্ত কার্যকরী হতে পারে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News