Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবচসার জেরে সহকর্মীর গুলিতে মৃত্যু জওয়ানের, চাঞ্চল্য মুর্শিদাবাদে

বচসার জেরে সহকর্মীর গুলিতে মৃত্যু জওয়ানের, চাঞ্চল্য মুর্শিদাবাদে

মুর্শিদাবাদ: ফের উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)। গতকাল শনিবার রাত সাড়ে দশটা নাগাদ, ধুলিয়ান (Dhuliyan) পাহাড়ঘাটিতে কর্তব্যরত দুই বিএসএফ জওয়ানের (BSF Jawan) বচসার জেরে রতন সিং নামে এক বিএসএফ জওয়ানকে (BSF Jawan) গুলি মারার অভিযোগ ওঠে অপর এক বিএসএফ জওয়ানের (BSF Jawan) বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছয় শামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী (Samsergunj Police)।

গুলিবিদ্ধ জওয়ানকে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Jangipur Super Speciality Hospital) স্থানান্তর করার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রতন সিংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জঙ্গিপুর শীর্ষ পুলিশের কর্তারা।

আরও পড়ুন: বিতর্ক পিছু ছাড়ছে না কৃষ্ণনগর পুরসভাকে, মারধরের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

গুলি মারার অভিযোগে ইতিমধ্যে আটক করা হয়েছে মিশ্রা নামের ওই বিএসএফ জওয়ানকে। তবে ঠিক কি কারণে এই বচসা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

দেখুন অন্য খবর 

Read More

Latest News