Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবুলডোজার নীতিতে ধাক্কা, তহশীলদারের বেতন হতে ২ লক্ষ টাকা আদায়ের নির্দেশ ওড়িশা...

বুলডোজার নীতিতে ধাক্কা, তহশীলদারের বেতন হতে ২ লক্ষ টাকা আদায়ের নির্দেশ ওড়িশা হাইকোর্টের

ওয়েবডেস্ক- বুলডোজার (Bulldozer) সংস্কৃতিতে ধাক্কা ওড়িশায় (Odisha)। বেআইনি বুলডোজার পদক্ষেপের জন্য তহশীলদারের বেতন থেকে দুই লক্ষ টাকা আদায় করার নির্দেশ ওড়িশা হাইকোর্টের (Odisha High Court) । মোট ৮২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ। বেআইনিভাবে বুলডোজার চালিয়ে নির্মাণ ভেঙে দেওয়ায় ৮২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ। ওই পরিমাণ অর্থের ২ লক্ষ টাকা সম্পর্কিত তহশীলদারের বেতন থেকে আদায় করার নির্দেশ।

বুলডোজার বিচারের এটি এক বিরক্তিকর উদাহরণ। প্রশাসনিক কার্যকলাপ এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি নাগরিকের আস্থা এর ফলে নষ্ট হয়। মন্তব্য বিচারপতি সঞ্জীব কুমার পানিগ্রাহীর।

আরও পড়ুন- ‘জরুরি অবস্থা’ সংবিধানের চেতনাকে লঙ্ঘন করেছিল, ভোলেনি ভারতবাসী, কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর

বালাসোর জেলায় গরু চরানোর জন্য পরিচিত জমিতে কমিউনিটি হল নির্মাণ নিয়ে বিতর্ক। আংশিকভাবে সরকারি প্রকল্পের টাকায় তৈরি সেই নির্মাণ নাগরিক সমাজ দ্বারা ব্যবহৃত। মামলা হতে ওই নির্মাণ ভাঙ্গায় হাইকোর্ট স্থগিতাদেশ জারির একদিন পরেই ২০২৪ সালের ১৪ ডিসেম্বর স্থানীয় প্রশাসন সেটি ভেঙে দেয়।

তড়িঘড়ি সেটি ভেঙে ফেলার কোনও কারণ কর্তৃপক্ষ দেখায়নি। এটি বিচ্ছিন্ন কোনও ভুল বা ভ্রান্তি নয়। আমলাদের নিজেদের হাতে আইন তুলে নেওয়ার এক ক্রমবর্ধমান প্রবণতাই এখানে দেখা গিয়েছে।

বিচার বিভাগীয় নির্দেশ থাকা সত্ত্বেও তাকে অগ্রাহ্য করা কোন পদ্ধতিগত ত্রুটি নয়। এটা সম্পূর্ণভাবে অবমাননাকর।  বিশেষত বিতর্কটি যেখানে বিচারাধীন রয়েছে, সেখানে এমন হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না।

এমন অভিমত সহ ৮২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দানের নির্দেশ। এমন প্রশাসনিক নির্দেশে ক্ষতিগ্রস্তদের রাজ্যের কোষাগার থেকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

তহশিলদারের মাসিক বেতন থেকে কেটে নিতে হবে ২ লক্ষ টাকা। আরও ৭০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে ওড়িশার রাজস্ব দফতর।

দেখুন আরও খবর-

Read More

Latest News