ওয়েব ডেস্ক: অক্ষয় কুমারের সঙ্গে ‘ভূত বাংলা’তে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। এ খবর আগেই প্রকাশিত হয়েছিল। এই ছবিতে অক্ষয়-যীশু ছাড়াও রয়েছেন তাবু, পরেশ রাওয়াল, রজপাল যাদব আসরানি ও অন্যান্যরা।
প্রিয়দর্শন পরিচালিত এই ছবির শুটিং শুরু হয়েছে লন্ডনে। এই মুহূর্তে অক্ষয়-যীশুরা পাড়ি দিয়েছেন সে দেশে। আগেই পাড়ি দিয়েছেন তাবু। উল্লেখ্য তাবুর সঙ্গে জুটি বেঁধে যীশু কাজ করেছিলেন গৌতম ঘোষ পরিচালিত বাংলা ছবি ‘আবার অরণ্যে’ । ২০০৩ সালের পর আবার তাঁকে তাবুর সঙ্গে দেখা যাবে হিন্দি ‘ভূত বাংলা’ ছবিতে।’আবার অরণ্যে’র পর এবার বলিউডের পর্দায় দেখা যাবে তাবু-যীশু জুটিকে।
প্রসঙ্গত, প্রতিটি ছবিতেই যীশু সেনগুপ্ত তার চরিত্র দিয়ে দর্শকদের বিভোর করছেন। দক্ষিণের ছবি থেকে শুরু করে বলিউড টলিউড সর্ভক্ষেত্রেই তিনি তার প্রতিভার স্বাক্ষর রাখছেন।
অন্যদিকে দীর্ঘ ১৪ বছর পর ফের জুটি বেঁধছেন অক্ষয় কুমার-প্রিয়দর্শন। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে দেখা যাবে পরেশ রাওয়ালকেও। ‘হেরা ফেরি ৩’ নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল দুজনের নাম।
জানা যাচ্ছে ‘ভূত বাংলা’ ২০২৬ এর ২ এপ্রিল মুক্তি পাবে। উল্লেখ্য ‘ভূত বাংলা’ ছবিটিও ‘ভুলভুলাইয়া’র মতো হরর-কমেডি। দুটি ছবির কাস্টিং এও অনেক মিল আছে।
প্রসঙ্গত, কলকাতা থেকে যীশু লন্ডন পাড়ি দিয়েছেন গত ৩০ মে। সপ্তাহখানে লন্ডনে ছবির শেষ পর্বের শুটিং চলবে। ভূত বাংলা ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রেই থাকবেন যীশু সেনগুপ্ত। শুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করে এমনটাই জানিয়েছেন টলিউড অভিনেতা। এর আগে বলিউডের বেশকিছু ছবিতে যথেষ্ট প্রশংসা পেয়েছেন অভিনেতা যীশু। এবার এই হরর কমেডি ছবিতে ঠিক কোন চরিত্রে দেখা যাবে যীশুকে তা জানার জন্য তাঁর অনুরাগীরা অধীরা আগ্রহে অপেক্ষা করছেন।