Wednesday, September 10, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeটলিউডে 'শোর মাচা' সুস্মিতা ঝড় তুলেছেন!

টলিউডে ‘শোর মাচা’ সুস্মিতা ঝড় তুলেছেন!

কলকাতা: চাবুক ফিগারে টলিউডের নতুন আইটেম গার্ল সুস্মিতা চট্টোপাধ্যায়ের(Sushmita Chatterjee) ‘শোর মাচা'(Shor Macha) ঝড় তুলেছে। রহস্য রোমাঞ্চে মোরা থ্রিলার ছবি অভিরূপ ঘোষ পরিচালিত ‘মৃগয়া'(Mrigaya)তে ‘দুষ্টু’ আইটেম গার্ল-এর ভূমিকায় দেখা যাবে মিষ্টি নায়িকাকে। ‘শোর মাচা’ গানের ভিডিও প্রকাশ্যে এসেছে আর তারপরেই সরগোল ফেলে দিয়েছে অভিনেত্রী।

আইটেম গানে দেখা যাচ্ছে পান্না সবুজ রঙের সিকুইন ব্রালেটে তাঁকে। সুস্মিতার শরীরী ভাষা নেট পাড়ায় উষ্ণতা ছড়িয়েছে। স্কার্টের নিচ থেকে উঁকি দিচ্ছে উন্মুক্ত উরু। ‘চেঙ্গিজ’ ছবিতে জিৎ-এর বিপরীতে সুস্মিতার অভিনয়ও যথেষ্ট প্রশংসিত হয়েছিল।

উল্লেখ্য, রানা মজুমদারের সুরে ‘শোর মাচা’ গানটি গেয়েছেন সুনিধি চৌহান কোরিওগ্রাফ করেছেন পঙ্কজ। ছবির পরিচালক অভিরূপ ঘোষ জানালেন শীতের আবহাওয়া বান তলায় মেলার সিকোয়েন্স শ্যুট করা হয়েছে। যথেষ্ট কসরাত করেছেন অভিনেত্রী সুস্মিতা। এমন অবতারে কখনো দেখেননি দর্শকরা তাকে। এই আইটেম নাম্বারে লাস্ট সময় অবতারে পর্দায় সুস্মিতা ঝড় তুলবে বলেই জানিয়েছেন অভিরূপ।
‘মৃগয়া’ ছবিটি মুক্তি পাবে আবার আগামী মাসের ২৭ তারিখ।

Read More

Latest News