Thursday, January 15, 2026
HomeScrollনিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
Nick-Priyanka

নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা

নিক-প্রিয়াঙ্কার বেডরুমের ছবি ভাইরাল!

ওয়েব ডেস্ক: বিয়ের সাত বছর পরও একে-অপরের প্রেমে হাবুডুবু খান নিক-প্রিয়াঙ্কা।গোল্ডেন গ্লোবের পরই হোটেলের ঘরে নিকের সঙ্গে ভালোবাসায় মাখামাখি দেশি গার্ল। শত ব্যস্ততার মাঝেও পরিবার এবং নিকের সঙ্গে ‘কোয়ালিটি টাইম’ কাটাতে তিনি ভোলেন না। অন্যদিকে নিক জোনাসও তার মিউজিক ট্যুর এবং অন্যান্য কাজ সামলে স্ত্রীর পাশে থাকার কোনও সুযোগ হাতছাড়া করেন না।দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা।

বলিউড হোক বা হলিউডের যে কোনও হাইপ্রোফাইল অনুষ্ঠান থেকে রেড কার্পেট, ‘দেশি গার্ল’কে কিছুতেই কাছছাড়া করতে চান না নিক জোনাস (Nick Jonas)। প্রিয়াঙ্কার চোপড় (Priyanka Chopra) সঙ্গে মার্কিন পপ তারকার উজ্জ্বল উপস্থিতি দেখা যায়। নিক-প্রিয়াঙ্কার দাম্পত্যের ভিড়ে যে তাঁদের সম্পর্কের রসায়ন তা বার বার নিজেরাই প্রমাণ করেছেন।

এবার গোল্ডেন গ্লোবের কড়চা দেখিয়ে নেটভুবনকে লজ্জায় ফেললেন তারকাদম্পতি!সোমবার রাতে নৈশভোজের আমন্ত্রণ ছিল নিক-প্রিয়াঙ্কার। আর সেখান থেকে ফিরেই হোটেলের ঘরে নিকের সঙ্গে ‘কোয়ালিটি টাইম’ কাটালেন নায়িকা।

যেখানে দুধসাদা পোশাকে স্বামীর সঙ্গে রোম্যান্সে ডুব দিলেন প্রিয়াঙ্কা। আর সেই রাতের দুষ্টুমির ঝলকই লেন্সবন্দি করলেন ‘দেশি গার্ল’।কখনও আলতো ঠোঁটে-ঠোট! কখনও বা নিক জোনাসের বাহুডোরে ধরা দিলেন বিছানা বিলাসী প্রিয়াঙ্কা।

আবার কখনও বা আদর করে স্ত্রীর মুখে তুলে দিলেন কফি-মিল্ক শেক! পরনে অফশোল্ডার সাদা লং গাউন। এলো চুল। উন্মুক্ত কাঁধ থেকে নায়িকার আবেদন যেন চুইঁয়ে পড়ছে। ঠেলে বেরিয়ে আসতে যৌবনের সব আকাঙ্ক্ষা! যা দেখে প্রিয়াঙ্কার পুরুষ ভক্তকুলে হইচই পড়ে গিয়েছে।

Read More

Latest News