Monday, September 8, 2025
বাঙালি কাউন্টডাউন
Home‘এখনও বিশ্বাস হচ্ছে না…’, মিস ওয়ার্ল্ড হওয়ার পর কী বললেন ওপাল সুচাতা...

‘এখনও বিশ্বাস হচ্ছে না…’, মিস ওয়ার্ল্ড হওয়ার পর কী বললেন ওপাল সুচাতা চুয়াংস্রি?

ওয়েব ডেস্ক: ৭২তম মিস ওয়ার্ল্ডের (Miss World 2025) মুকুট উঠল থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াঙ্গশ্রীর (Miss World 2025 Thailands Opal Suchata Chuangsri) মাথায়। হায়দরাবাদে অনুষ্ঠিত হয়েছিল এবারের প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভারতের নন্দিনী গুপ্তাও। নন্দিনী গুপ্ত শেষ করলেন প্রথম কুড়িতে। এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হাসেট দেরেজে। ৭২তম বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নিয়েছেন তাইল্যান্ডের সুন্দরী। গত বছরের মিস ওয়ার্ল্ড ২০২৪ Krystyna Pyszkova ‘ক্রাউন’ পরিয়ে দিয়েছেন তাইল্যান্ডের ওপালা সুচাতার মাথায়। খেতাব জিতে নতুন বিশ্ব সুন্দরী বলেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না…’।

শনিবার খেতাব জেতার পরে সুচাতাকে গতবারের মিস ওয়ার্ড চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা বিজয়ীর মুকুট পরিয়ে দেন। কে এই নতুন বিশ্বসুন্দরী? জানা গিয়েছে, তাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি- র বেড়ে ওঠা ফুকেতে। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন তিনি। পাশাপাশি মন দিয়েছিলেন মডেলিংয়েও। ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতামূলক একাধিক কাজে যুক্ত থেকেছেন ওপাল। মাত্র ১৬ বছর বয়সেই তিনি স্তন ক্যান্সারের শিকার হন। তারপর থেকে শুরু হয় লড়াই। থাইল্যান্ডে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতার বার্তা ছড়াতে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Miss World (@missworld)

আরও পড়ুন:কর্নাটকে নিষিদ্ধ কমল হাসানের ছবি !

দেখুন ভিডিও

Read More

Latest News