Thursday, August 21, 2025
HomeScrollপেগাসাস দ্বারা বিরোধীদের নজরদারি! পেগাসাস নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট?

পেগাসাস দ্বারা বিরোধীদের নজরদারি! পেগাসাস নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট?

ওয়েব ডেস্ক: পেগাসাস স্পাইওয়্যার (pegasus spyware) নিয়ে এবার সুপ্রিম কোর্টের নজরদারি। নিরাপত্তার স্বার্থে দেশে স্পাইওয়্যার ব্যবহারের মধ্যে ভুল কিছু নেই। প্রশ্ন হল, কার বিরুদ্ধে তা ব্যবহৃত হচ্ছে। অভিমত সুপ্রিম কোর্টের (Supreme Court)।

সুপ্রিম কোর্টের (Supreme Court) অভিমত সাংবাদিক, সমাজকর্মী এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে ইজরায়েলের স্পাইওয়্যার পেগাসাস ব্যবহারের অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবিতে হওয়া একগুচ্ছ মামলার শুনানিতে মন্তব্য বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের।

আরও পড়ুন: দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী, দেখুন

মুখ্য বিষয় হল, ভারত সরকার ওই স্পাইওয়্যার কিনেছে কিনা। যদি সরকারের হাতে তা থাকে, তাহলে আজও তা ব্যবহৃত হয়ে চলেছে বলে ধরে নেওয়া যায়। আর সেক্ষেত্রে প্রশ্ন ওঠে, ওই প্রযুক্তি মামলাকারীদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে কিনা। সওয়াল এক মামলাকারীর।

দেশ যদি স্পাইওয়্যার ব্যবহার করে, তাতে ভুলটা কোথায়? স্পাইওয়্যার থাকাটা মোটেই অন্যায় কিছু নয়। প্রশ্ন হল, কার বিরুদ্ধে তা ব্যবহৃত হচ্ছে। দেশের নিরাপত্তার সঙ্গে কোনোভাবেই আমরা আপোষ করতে পারি না। সওয়ালকারীকে থামিয়ে মন্তব্য বিচারপতি সূর্য কান্তের।

সন্ত্রাসবাদীরা কোনভাবেই ‘প্রাইভেসি রাইট’ দাবি করতে পারে না। দাবি সলিসিটর জেনারেল তুষার মেহেতার।

পেগাসাসেরবিরুদ্ধে হোয়াটসঅ্যাপে মার্কিন যুক্তরাষ্ট্রে দায়ের করা মামলার রায় মামলাকারীদের পক্ষে পেশ করার আবেদন। সেই সূত্রে ৩০ জুলাই পর্যন্ত শুনানি স্থগিত।

দেখুন অন্য খবর

Read More

Latest News