কলকাতা: তিনি সাহসিনী, বোল্ড, ছুঁতমার্গকে পাত্তা দেন না । তবুও বরাবর মাটির কাছাকাছি থাকা পছন্দ স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee)। মন্দারমণির সমুদ্র সৈকতে বিকিনি পরে সমাজের ছুঁতমার্গ নিয়ে কড়া বার্তা দিলেন নায়িকা। চোখ রাখব স্বস্তিকার বোল্ড ছবিতে

স্বস্তিকার ব্যক্তিত্ব, বাহ্যিক সৌন্দর্য্যই শুধু নয়, মুগ্ধ হতে হয় তাঁর চিন্তন দেখেও। ফের একবার বয়সকে তুড়ি মেরে উড়িয়ে সাহসী পোশাকে ধরা দিয়ে শোরগোল ফেললেন অভিনেত্রী। ট্রোলারদের পরোয়া না করে এবারও তাঁর বিকিনি বিলাসে ছবি স্যোশাল মিডিয়ায় পাতায় শেয়ার করেছেন।

৪৫ তম জন্মদিন উপলক্ষে রবিবার সোশাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানেই সাদা-হলদে চেক বিকিনিতে দেখা গেল তাঁকে।
আরও পড়ুন: ধুরন্ধরে রণবীরের নায়িকা সারাকে চেনেন?

সাহসী ফ্রেমের সঙ্গে বোল্ড বার্তাও জুড়ে দিয়েছেন অভিনেত্রী।

স্বস্তিকা লিখেছেন, “যে দেহ সন্তান ধারণ করেছে, কাজ করেছে, যত্নের পাশাপাশি দুঃখ-আনন্দ, রাজনীতিতে শামিল হয়েছে, সেই দেহ আজও বেঁচে রয়েছে।” পাশাপাশি সমাজের রক্তচক্ষু, নিন্দুকদের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছেন তিনি।
অন্য খবর দেখুন







