বীরভূম: ফের পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু এ রাজ্যের যুবকের। বীরভূমের নানুর থানার বড়া সাঁওতা অঞ্চলের দুধকুমার বাগদি। বয়স ১৮ বছর। পরিবারের সাথে দেখা করতে নিহতের বাড়িতে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।
রুটি রুজির তাগিদে বাঙালি বীরভূমের দুধকুমার বাগদি পাড়ি দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশে। সেখানে রেল স্টেশনে তার অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা! কি কারনে মৃত্যু, তদন্তের দাবি পরিবারের।ঘটনায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি নিহত দুধকুমার বাগদির বাড়িতে যান। পরিবারের সাথে সাক্ষাৎ করেন। কি কারণে মৃত্যু ? খোঁজ নেন। দলগত সরকারিভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন। নিহত যুবক বাংলা থেকে কাজে গিয়েছিল, হয়ত বাঙালি বলেই এমন পরিণতি। আমরা পুলিশের কাছে অভিযোগ জানাবো, যাতে পূর্ণাঙ্গ তদন্ত হয়। আমাদের দল সব রকম ভাবে পাশে থাকবে।
আরও পড়ুন: সীমান্তে ‘সিএএ ক্যাম্প’ চালু, আতঙ্ক ছড়াল বসিরহাটে
ভিনরাজ্যে বারবার বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসছে। গত কয়েকদিন আগেও রাজ্য়ের এক পরিযায়ী শ্রমিকের ভিনরাজ্যে মৃত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরই ফের এদিন এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
দেখুন খবর:


