ওয়েব ডেস্ক: রাশিয়ায় ফের দুর্ঘটনা (Russia Accident) । শনিবার রাতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত্যু হয় অন্তত সাতজনের। আহতের সংখ্যা প্রায় ৭০ । এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একটি দুর্ঘটনা ঘটল রাশিয়ায় (Russia Accident)। সীমান্ত সংলগ্ন এলাকায় হওয়ায় কোনও ষড়যন্ত্র নয় তো, প্রশ্ন উঠছে।
প্রথম ঘটনাটি ঘটে শনিবার ব্রায়ানস্কে। জানা গিয়েছে, সেতুর নিচ দিয়ে যাত্রীবাহী ট্রেন যাওয়ার সময় তার উপর সেতুর একাংশ ভেঙে পড়ে। তাতেই লাইনচ্যুত হয় ট্রেনটি। মৃত্যু হয় সাতজনের। আহতের সংখ্যা প্রায় ৭০। এই রেশ কাটতে না কাটতেই ফের রাশিয়ায় ট্রেন দুর্ঘটনা। মালগাড়ি সমেত ভেঙে পড়ে সেতুটি। দুর্ঘটনার পর মালগাড়িটিতে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। এই ঘটনায় মালগাড়ির চালক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মালগাড়িতে রেলের আরও কয়েকজন কর্মী ছিলেন। তাঁদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: রবিবার সকালে গাজায় আমেরিকার ত্রাণকেন্দ্রে হামলা ইজরায়েলের
ব্রায়ানস্কের পর কার্স্ক, পরপর সীমান্ত সংলগ্ন এলাকায় ট্রেন দুর্ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র নয় তো! এমনই প্রশ্ন উঠছে। দু’টি ঘটনাতেই তদন্ত শুরু করেছে রুশ সরকার। তবে কার্স্কের গভর্নর আলেকজান্ডার খিনস্তিন জানিয়েছেন, দুর্ঘটনার পর সেতু থেকে একেবারে নীচের রাস্তায় আছড়ে পড়ে মালগাড়িটি। গোটা ঘটনা খতিয়ে দেখছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা।
দেখুন অন্য খবর