Thursday, October 16, 2025
HomeScrollজুতো ছোঁড়ার চেষ্টাকারী আইনজীবীর বিরুদ্ধে অবমাননার মামলার সম্মতি অ্যাটর্নি জেনারেলের
Supreme Court

জুতো ছোঁড়ার চেষ্টাকারী আইনজীবীর বিরুদ্ধে অবমাননার মামলার সম্মতি অ্যাটর্নি জেনারেলের

অ্যাডভোকেট রাকেশ কিশোরের বিরুদ্ধে ফৌজদারি অবমাননার মামলা শুরু

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের (CJI BR Gavai) দিকে জুতো ছোঁড়ার চেষ্টাকারী আইনজীবীর বিরুদ্ধে অবমাননার মামলার জন্য অ্যাটর্নি জেনারেল সম্মতি মঞ্জুর করেছেন। দীপাবলীর ছুটির পর মামলার শুনানির জন্য নথিভুক্ত সুপ্রিম কোর্টে। ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি গত সপ্তাহে আদালত কক্ষে ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দিকে জুতো ছোঁড়ার চেষ্টাকারী অ্যাডভোকেট রাকেশ কিশোরের বিরুদ্ধে ফৌজদারি অবমাননার মামলা শুরু করার জন্য সম্মতি দিয়েছেন।

শীর্ষ আদালতে একটি মামলার শুনানি চলাকালীন আচমকাই প্রধান বিচারপতির দিকে ‘জুতো’ ছুড়ে মারেন এজলাসে উপস্থিত থাকা এক আইনজীবী। আকস্মিক এমন ঘটায় হকচকিয়ে যান এজলাসে উপস্থিত সকলেই। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা সেই আইনজীবীকে ধরে ফেলেন এবং তাকে কোর্টরুমের বাইরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট বিকাশ সিং এবং ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা যৌথভাবে দ্বিতীয় সিনিয়র বিচারপতি বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে বিষয়টি উল্লেখ করেছেন, যেখানে ফৌজদারি অবমাননার মামলার তালিকায় নথিভূক্ত করার আবেদন জানানো হয়েছে। বিকাশ সিং বলেন, আমি অ্যাটর্নি জেনারেলের সম্মতি নিয়েছি এবং আগামীকাল একটি তালিকা তৈরির জন্য আবেদন করছি। অ্যাটর্নি জেনারেল সম্মতি দিয়েছেন।

আরও পড়ুন: ‘ট্রাম্পকে ভয় পান মোদি’, কটাক্ষ রাহুলের

বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, বিষয়টি আরও উত্থাপন করা উচিত কিনা? প্রধান বিচারপতি নিজেই ঘটনাটিকে এড়িয়ে গিয়েছেন। বিচারপতি সূর্য কান্ত, মাননীয় প্রধান বিচারপতি অত্যন্ত উদার মনোভাব দেখিয়েছেন। প্রধান বিচারপতির এই ভূমিকায় এটাই প্রমাণ করে প্রতিষ্ঠানটি এই ধরণের ঘটনার দ্বারা প্রভাবিত হয় না। বিকাশ সিং বলেন,কিন্তু যেভাবে এটি চলছে এবং সোশ্যাল মিডিয়া যেভাবে এটিকে আকর্ষণ করছে তাতে প্রতিষ্ঠানের কিছু ক্ষতি হচ্ছে।

সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, আইনজীবীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া প্রধান বিচারপতির উদারতা। তবে, কিছু লোক যেভাবে ঘটনাটিকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে তা উদ্বেগের বিষয়। এটি প্রাতিষ্ঠানিক সততার বিষয়। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, বিষয়টি আবার উত্থাপন করলে কি যারা প্রচার করছে তাদের আরও সুযোগ দেওয়া হবে না? আদালতে আমাদের আচরণের কারণেই আমরা বেঁচে আছি এবং জনগণের কাছ থেকে আমরা আস্থা অর্জন করছি। মাননীয় প্রধান বিচারপতি যখন একজন দায়িত্বজ্ঞানহীন নাগরিকের কর্মকাণ্ড বলে এটিকে সরিয়ে দিয়েছিলেন। আপনার কাছে আমাদের অনুরোধ, সমাপ্ত বিষয়টি উত্থাপন করলে, প্রচারকদের উদ্দেশ্যকে পুনরুজ্জীবিত করা হবে।

অন্য খবর দেখুন

Read More

Latest News