Monday, October 27, 2025
HomeScroll১০০ দিনের কাজে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের, কী বলছে বিজেপি?
Supreme Court

১০০ দিনের কাজে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের, কী বলছে বিজেপি?

কলকাতা হাইকোর্টের আগের রায় বহাল

কলকাতা: পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ প্রকল্প বন্ধের মামলায় বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড় ধাক্কা। আজ সুপ্রিম কোর্ট (Supreme Court) কেন্দ্রের দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছে। অর্থাৎ, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আগের রায় বহাল থাকল। বাংলায় ১০০ দিনের কাজ বন্ধ রাখা যাবে না, অবিলম্বে প্রকল্প চালু করতে হবে।

এর ফলে আবারও বাংলার পক্ষে আদালতের রায়কে রাজনৈতিক জয় হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে দাবি, এই রায় প্রমাণ করল যে বাংলার প্রাপ্য টাকা বন্ধ রাখা সংবিধান-বিরুদ্ধ এবং মানুষের অধিকারের পরিপন্থী।

আরও পড়ুন  :১০০ দিনের কাজের মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের!

তৃণমূলের বক্তব্য, বিজেপি বাংলার মানুষের প্রাপ্য টাকা বন্ধ রেখে গরিব-বিরোধী ও রাজ্য-বিরোধী মনোভাব দেখিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পের অর্থ ফেরানোর আন্দোলন দীর্ঘদিন ধরে চলেছে। অভিষেক দিল্লির রাজপথে বসে প্রতিবাদ করে এই দাবি তুলেছিলেন, যা আজ আদালতের রায়ে ন্যায্যতা পেল বলেই মত দলের।

তৃণমূলের দাবি, আদালতের এই রায় প্রমাণ করল, জনগণের অধিকারের প্রশ্নে শেষ পর্যন্ত জয় তাদেরই হয় যারা মানুষের পাশে থাকে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News