ওয়েবডেস্ক- জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) উপ নির্বাচনে (By Election) প্রার্থীর নাম (Candidate Name) ঘোষণা করল বিজেপি (Bjp)। দুটি বিধানসভা আসনে নির্বাচন হবে। বুদগাম(Budgam) থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আগা সৈয়দ মহসিন (Aga Syed Mohsin) ও জম্মুর নাগরোটা (Nagrota) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রয়াত বিজেপি বিধায়ক কন্যা দেবযানী রানা (Devyani Rana) ।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বুদগাম আসনটি ছেড়ে গান্ডারবাল আসনটি ধরে রাখার পর জম্মু ও কাশ্মীরের দুটি বিধানসভা আসনের উপনির্বাচন প্রয়োজন হয়ে পড়ে। ২০২৪ সালে দুটি বিধানসভা আসনেই জয়ী হন ওমর আবদুল্লা। গত বছরের অক্টোবরে বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিং রানা মারা যাওয়ার পর জম্মুর নাগরোটা আসনটি খালি হয়ে যায়। দেবযানী দেবেন্দ্র রানার কন্যা। তাঁকে উপ নির্বাচনের প্রার্থী করেছে বিজেপি। উপনির্বাচনের মাধ্যমে তাঁর নির্বাচনী অভিষেক হবে।
২০২৪ সালের বিধানসভা নির্বাচনে ওমর বুদগাম আসন থেকে পিডিপির আগা সৈয়দ মুনতাজির মেহেদীকে ১৮,৪৮৫ ভোটে পরাজিত করেন। ওমর আবদুল্লা ৩৬, ০১০ ভোট পেয়ে জয়ী হন, আগা সৈয়দ মুনতাজির মেহেদী পেয়েছিলেন ১৭,৫২৫ ভোট। বিজেপির দেবেন্দ্র রানা নাগরোটা আসন থেকে ৪৮,১১৩ ভোট পেয়ে জয়ী হন, যেখানে এনসি-র যোগিন্দর সিং ১৭,৬৪১ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে, কংগ্রেসের বলবীর সিং পেয়েছিলেন ৫,৯৭৯ ভোট।
আরও পড়ুন- নিজে প্রার্থী হচ্ছেন না, তবে বিহারে BJP-র হার দেখছেন পিকে!
বুদগাম আসনে মূল নির্বাচনী লড়াই সম্ভবত এনসি এবং পিডিপির মধ্যে। অন্যদিকে নাগরোটায়, বিজেপির দেবযানী রানা সম্ভবত গেরুয়া দলের আসনটি ধরে রাখতে সাহায্য করবেন। তিনি তাঁর প্রয়াত বাবার সমর্থন এবং দলের ভোট ব্যাঙ্কের উপর নির্ভর করবেন।
এনসি এবং কংগ্রেস আসন ভাগাভাগি নিয়ে কোনও সমঝোতায় পৌঁছাতে পারে কিনা তা এখনও দেখার বিষয়। কংগ্রেস এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, যার ফলে এনসি-কংগ্রেস জোটে উত্তেজনা দেখা দিয়েছে।
গত বছরের বিধানসভা নির্বাচনে এই আসন থেকে দলটি দ্বিতীয় স্থানে ছিল, তাই কংগ্রেসকে আসনটি ছেড়ে দেওয়া উচিত নাকি নিজের দাবি করা উচিত, তা নিয়ে এনসিকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।
দেখুন আরও খবর-