ওয়েবডেস্ক- ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে ওড়িশায় (Odisha) ফের গণধর্ষণের (Gang-rape) অভিযোগ। কাজ থেকে বাড়ি ফেরার পথে এক তরুণীকে রাস্তা থেকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশ দুই সন্দেহভাজনকে আটক করেছে, তৃতীয় অভিযুক্তের খোঁজ চলছে। ভুবনেশ্বরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের (আইটিআই) পিছনে একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করা হয়।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে সুবর্ণপুর জেলার (Subarnapur District) ঘটনা। বীরমহারাজপুরের (Birmaharajpur) একটি বেসরকারি শোরুমে কর্মরত ওই মহিলা কাজ শেষে বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই তিনজন মুখোশধারী তাকে থামায়। নির্যাতিতা জানিয়েছেন, হঠাৎ করে ওই তিন যুবক সামনে এসে তাঁর তরুণীর মুখে স্প্রে ছিটিয়ে দেয়। চোখ-মুখ জ্বালা করতে শুরু করে, দৃষ্টিশক্তি সব কিছু ঝাপসা হয়ে যায়, শরীর অবশ হয়ে আসে। তাকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয় রাস্তার ধারের এক নির্জন স্থানে। সেখানে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
অভিযুক্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর নিজেকে সামলে তিনি বাড়ি ফিরে যান, পরিবারের সদস্যদের সব জানান তিনি। থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান তিনি। এর পরে তৎপর হয় সুবর্ণপুর পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু হয়। আশপাশে কোনও সিসিটিভি ক্যামেরা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর বয়ানের উপর ভিত্তি করে দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তৃতীয় ব্যক্তির খোঁজ চলছে।
আরও পড়ুন- অন্ধ্রপ্রদেশের ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা করল প্রধানমন্ত্রীর দফতর!
প্রসঙ্গত, বার বার ওড়িশায় ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। এই বছর ওড়িশায় বেশ কয়েকটি যৌন নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে জুন মাসে গোপালপুর সমুদ্র সৈকতে একটি ঘটনাও রয়েছে, যেখানে ২০ বছর বয়সী এক কলেজ ছাত্রীকে প্রায় ১০ জন পুরুষ গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। সেপ্টেম্বরে, পুরীর বলিহারচণ্ডী সমুদ্র সৈকতে ১৯ বছর বয়সী এক মহিলা যৌন নির্যাতনের শিকার হন।
আগস্টে, ১৫ বছর বয়সী এক কিশোরীকে পাঁচজনকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, যার মধ্যে একজন ঘনিষ্ঠ আত্মীয়ও ছিল যারা তাকে প্রলুব্ধ করে একটি নির্জন স্থানে নিয়ে গিয়েছিল। গত সপ্তাহে, ময়ূরভঞ্জ জেলায় দুই মেয়েকে অপেরা শো দেখে বাড়ি ফেরার সময় গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। ফের নারী নিরাপত্তার প্রশ্ন উঠেছে।
দেখুন ভিডিও-







