Saturday, October 11, 2025
HomeScrollদীপাবলির আগেই রেকর্ড সোনার দামে! ধনতেরসে কত?
Gold Price Today

দীপাবলির আগেই রেকর্ড সোনার দামে! ধনতেরসে কত?

আজ কলকাতায় সোনার দাম কত?

কলকাতা: দীপাবলি (Diwali) ও ধনতেরসের (Dhanteras) আগে ফের রেকর্ড সোনার দামে (Gold Price Today)। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, ভূ–রাজনৈতিক উত্তেজনা ও উচ্চ আমদানি শুল্কের জেরে দেশে দ্রুত বৃদ্ধি পেয়েছে সোনার বাজার মূল্য। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমানে সোনার দাম বৃদ্ধি কেবল উৎসবমুখর কেনাকাটার প্রভাব নয়, বরং বিনিয়োগ–নির্ভর চাহিদার প্রতিফলন।

আজ ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১২০১৮ টাকা। ১ গ্রাম ২২ ক্যারেট কিনতে গেলে দাম পড়বে ১১৪২০ টাকা। ১ গ্রাম ২২ ক্যারেট বিক্রি কোর্টে গেলে দাম পড়বে ১০৯৩৬ টাকা। ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার আজকের দাম ৯৩৭৫ টাকা।

আরও পড়ুন: নজর এড়িয়ে কি চালু ছাদ রেস্তরাঁ? যাচাইয়ে নামছে পুরসভা

গত কয়েক সপ্তাহে টানা উর্ধ্বমুখী প্রবণতায় প্রতি ১০ গ্রাম সোনার দাম পৌঁছেছে সর্বকালীন উচ্চতায়। প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি তবে সোনার দাম ২ লক্ষ টাকার সীমাও পেরোবে? বাজার বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি যদি এমনই থাকে, তেমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষজ্ঞদের মতে, “বর্তমান প্রবণতা অনুযায়ী আগামী বছরের মধ্যে প্রতি ১০ গ্রামে সোনার দাম ১.২০ লক্ষ টাকায় পৌঁছাতে পারে। আর আগামী পাঁচ বছরে সেই দাম ছুঁতে পারে ১.৭০ লক্ষ টাকা।”

কেন বাড়ছে সোনার দাম?

শেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, মার্কিন অর্থনীতি ও বিশ্ববাজারে অস্থিরতা, ট্রাম্প প্রশাসনের আরোপিত উচ্চ শুল্কনীতি, এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অশান্তি- এই তিন কারণেই সোনার চাহিদা বেড়েছে বহুগুণ। অন্যদিকে, নিরাপদ বিনিয়োগ হিসেবে এখন অনেকেই শেয়ারবাজারের বদলে সোনা বেছে নিচ্ছেন।

সোনা কেনার আগে যা মাথায় রাখবেন, স্বর্ণশিল্পীদের সংগঠন ‘স্বর্ণশিল্প বাঁচাও কমিটি’ (১৯৯৩ সালে প্রতিষ্ঠিত), যাদের বর্তমান কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে, জানাচ্ছেন, “গয়না কেনার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মেকিং চার্জ ও বিশুদ্ধতার দিকে।” ক্রেতাদের জন্য পরামর্শ, প্রতিটি দোকানের মেকিং চার্জ আলাদা হতে পারে তা আগেই জেনে নিন। অনেক জুয়েলার্স ছাড় (discount) দেন মেকিং চার্জে, দরাদরি করুন। সবসময় BIS হ্যালমার্কযুক্ত সোনা কিনুন।

দীপাবলি ও ধনতেরসের আগে থেকেই জুয়েলারি দোকানগুলিতে ক্রেতাদের ভিড় বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, “দাম যতই বাড়ুক, উৎসবের সময় সোনার চাহিদা কখনও কমে না।”সোনা কেনার আগে যা মাথায় রাখবেন স্বর্ণশিল্পীদের সংগঠন ‘স্বর্ণশিল্প বাঁচাও কমিটি’ (১৯৯৩ সালে প্রতিষ্ঠিত), যাদের বর্তমান কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে, জানাচ্ছেন, “গয়না কেনার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মেকিং চার্জ ও বিশুদ্ধতার দিকে।” তারা আরও বলছেন, “দাম যতই বাড়ুক, উৎসবের সময় সোনার চাহিদা কখনও কমে না।”

দেখুন আরও খবর:

Read More

Latest News