ওয়েবডেস্ক- দীপাবলির আগেই সুখবর। এবার শেয়ার বাজারে (Share Market) আইপিও (IPO) ঝড়। বিনিয়োগকারীদের হাতে এসেছে প্রায় এক লক্ষ কোটি টাকা। চলতি বছরের প্রথম ৯ মাসে ৭৯ টি কোম্পানি, শেয়ার বাজারে পা রেখেছে। বাকি তিন মাসে আইপিও করতে চলেছে আরও বেশ কয়েকটি কোম্পানি। বিনিয়োগকারীরা শেয়ার বাজারের দিকে ঝুঁকছে।
আরও পড়ুন- চেন্নাইয়ে খুলে গেল গ্লোবাল হাব! হবে ১৩ হাজার নতুন কর্মসংস্থান?
অক্টোবরে ভারতীয় আইপিও বাজারে রেকর্ড (Indian IPO Market Records) । পাঁচ বিলিয়ন ডলারের বেশি সংগ্রহ আশা করা হচ্ছে, যা এই খাতে একটি মাইলফলক। টাটা ক্যাপিটাল এবং এলজি ইলেকট্রনিক্স-এর মতো বড় কোম্পানিগুলির অন্তর্ভুক্তি এই বৃদ্ধিকে আরও বাড়িয়ে তুলেছে। যা ভারতের শেয়ার বাজার সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বাজারের এই সম্প্রসারণ এবং স্থিতিশীলতার উপর বিনিয়োগকারীদের ভরসা বাড়ছে।
যা ভারতের বাজারের সম্প্রসারণ এবং স্থিতিশীলতার উপর বিনিয়োগকারীদের আস্থা বাড়াচ্ছে।
দেখুন ভিডিও-