Tuesday, September 2, 2025
HomeScrollহলদিয়া গেট মেরামতির কাজ শুরু, বন্ধ থাকবে জাতীয় সড়ক

হলদিয়া গেট মেরামতির কাজ শুরু, বন্ধ থাকবে জাতীয় সড়ক

মেরামতির স্বার্থে বন্ধ, হলদিয়া গেট বন্ধ, প্রশাসনের নির্দেশ বিকল্প যান চলাচল

কলকাতা: হলদিয়ার (Haldia) অন্যতম প্রধান প্রবেশপথ ‘হলদিয়া গেট’ (Haldia Gate) শীঘ্রই সংস্কারের কাজে হাত দিচ্ছে প্রশাসন। সেই কারণে নির্দিষ্ট সময়ের জন্য হলদিয়াগামী জাতীয় সড়কের (National Highway Repair) উপর দিয়ে যানচলাচল বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কারের সময় ওই পথে ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সাধারণ ছোট গাড়ির ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু সময়ে বিধিনিষেধ জারি হতে পারে। বিকল্প রাস্তায় যানবাহন ঘোরানোর ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষের অসুবিধা কম হয়।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

প্রসঙ্গত, হলদিয়া গেট বহু বছর ধরে অবহেলায় পড়েছিল। প্রতিদিনই বিপুল সংখ্যক যানবাহন এই পথে চলাচল করে। তাই নিরাপত্তার স্বার্থেই অবিলম্বে মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কাজ শেষ হলে নতুন রূপে গেট খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য।

দেখুন আরও খবর:

Read More

Latest News