Tuesday, December 30, 2025
HomeScrollবাংলাদেশে ফের হিন্দু খুন! দুই সপ্তাহে এই নিয়ে তৃতীয় হত্যাকাণ্ড
Bangladesh

বাংলাদেশে ফের হিন্দু খুন! দুই সপ্তাহে এই নিয়ে তৃতীয় হত্যাকাণ্ড

আনসার আধাসামরিক বাহিনীর সদস্য ছিলেন বজেন্দ্র বিশ্বাস

ওয়েবডেস্ক-  ফের বাংলাদেশে (Bangladesh) হিন্দু খুন (Hindu) ! দুই সপ্তাহে এই নিয়ে তৃতীয় খুন সংখ্যালঘু খুন ইউনুস সরকারের (Yunus Government) বাংলাদেশে (Banladesh) । এই ঘটনায় ফের নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে পদ্মা পাড়ে।

জানা গেছে, নিহত ব্যক্তি একজন নিরাপত্তাকর্মীর কাজ করতেন। নাম বজেন্দ্র বিশ্বাস। ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ৪২ বছরের বজেন্দ্রকে তারই এক সহকর্মী নিরাপত্তাকর্মীর হাতে তাকে খুন হতে হয়েছে। বজেন্দ্রকে গুলি করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন-  অতীত শত্রুতা ভুলে খালেদা জিয়ার প্রয়াণে শোকপ্রকাশ করলেন শেখ হাসিনা

প্রসঙ্গত, আনসার হল বাংলাদেশের একটি আধাসামরিক বাহিনী। সোমবার সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ উপজেলার মেহরাবাড়ি এলাকায় লাবিব গ্রুপের মালিকানাধীন সুলতানা সোয়েটার্স লিমিটেড কারখানায় এই নারকীয় হত্যালীলা ঘটে। খুন হন বজেন্দ্র বিশ্বাস।

বজেন্দ্র বিশ্বাস বাংলাদেশের আধাসামিরক বাহিনী আনসারের সদস্য ছিলেন। বজেন্দ্র এবং খুনে অভিযুক্ত নোমান মিয়া একই কারখানার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, কারখানার ভিতরে দুই নিরাপত্তাকর্মীর মধ্যে কথাবার্তা ছিল। এক সময় মজা করছেন এই কায়দা করেই বজেন্দ্রের দিকে লাইসেন্সপ্রাপ্ত শটগান তাক করেন নোমান। তার পরেই গুলি চালানো শব্দ হয়। বজেন্দ্রর বাঁ পায়ে থাইয়ের কাছে গুলি লাগে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎকেরা মৃত্যু হয়েছে বলে জানান।

Read More

Latest News