ওয়েব ডেস্ক : দীপাবলির (Diwali) আগে ফের চাঙ্গা হয়ে উঠল ভারতের শেয়ার বাজার (Share Market)। টানা তিন ট্রেডিং সেশনে দালাল স্ট্রিটে দেখা গেল প্রবল উত্থান। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চলা এই ‘বুল রান’-এর জেরে বিনিয়োগকারীদের মুখে ফের হাসি ফুটেছে। আশাবাদী লগ্নিকারীরা আশা করছেন, উৎসবের মরশুমে এই গতি আরও বজায় থাকবে।
সপ্তাহের শেষ ট্রেডিং সেশন শুক্রবারে সেনসেক্স (Sensex) বেড়েছে ৪৮৪ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ, পৌঁছেছে ৮৩,৯৫২ পয়েন্টে। অন্যদিকে, নিফটি৫০ (Nifty50) বেড়েছে ১২৪ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ, থেকে ২৫,৭০৯ পয়েন্টে। গত তিন দিনে নিফটির মোট বৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২.২ শতাংশ। এই ধারাবাহিক উত্থান দীপাবলির আগে বাজারে ইতিবাচক মনোভাবকে আরও জোরদার করেছে।
বাজার বিশ্লেষকদের মতে, এই বৃদ্ধির পিছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল থাকা, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারে কোনও পরিবর্তন না হওয়া, এবং ভারত-আমেরিকার মধ্যে নতুন বাণিজ্যিক আশ্বাসবাণী বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। পাশাপাশি বিদেশি লগ্নিকারীদের পুনরাগমন এবং ডলারের দুর্বলতাও বাজারের পক্ষে সহায়ক হয়েছে।
আরও খবর : কবে তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন? জানালেন ISRO প্রধান
বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাঙ্কিং ও এফএমসিজি খাতের শক্তিশালী কোয়ার্টারলি রিপোর্ট বাজারে অতিরিক্ত গতি দিয়েছে। এই ইতিবাচক সেক্টরাল পারফরম্যান্স লগ্নিকারীদের মনোবল আরও বাড়িয়েছে। অর্থনীতিবিদদের মতে, দীপাবলির উৎসব মৌসুমে বিনিয়োগ ও ভোক্তা ব্যয় বাড়তে পারে, যা সামগ্রিকভাবে অর্থনীতির জন্যও শুভ সংকেত।
সব মিলিয়ে, দীপাবলির আগে ভারতের শেয়ার বাজার (Indian Share Market) শুধু মুনাফার রেকর্ডই গড়ছে না, বরং দেশের অর্থনৈতিক আত্মবিশ্বাসের এক উজ্জ্বল বার্তাও দিচ্ছে।
দেখুন অন্য খবর :