ওয়েব ডেস্ক: লাল গ্রহ মঙ্গল শক্তি, সাহস, বীরত্ব ও আত্মবিশ্বাসের প্রতীক। জ্যোতিষশাস্ত্রে (Astrology) মঙ্গলকে (Mars) যুদ্ধের দেবতা বলা হয় এবং কুণ্ডলীতে এর অবস্থান ব্যক্তির কর্মক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণে বড় প্রভাব ফেলে। শুক্রবার রাত ৩টা ৫১ মিনিটে মঙ্গল ধনু রাশি ছেড়ে মকর রাশিতে গোচর করছে। মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ, অর্থাৎ এর শক্তি সর্বাধিক। এই গোচর কর্মজীবন, পরিশ্রম ও নেতৃত্বের ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে অশুভ মঙ্গলে রাগ, দুর্ঘটনা, বিবাদ ও আর্থিক ক্ষতির আশঙ্কাও থাকে। এই পরিস্থিতিতে কোন রাশির জন্য শুভ, আর কে সতর্ক থাকবে, জেনে নেওয়াই জরুরি।
আরও পড়ুন: মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
মেষ: কর্মস্থানে উন্নতি, পদোন্নতি ও নতুন দায়িত্বের সম্ভাবনা। বেকারদের চাকরির সুযোগ। তবে কাজের চাপ বাড়বে।
বৃষ: ভাগ্য সহায় হবে। আটকে থাকা কাজ শেষ হবে। নতুন ব্যবসা ও ভ্রমণে লাভ।
মিথুন: গবেষণা ও বৈদেশিক বিষয়ে লাভের যোগ। হঠাৎ আয় হলেও খরচ বাড়তে পারে।
কর্কট: অংশীদারী কাজে সাফল্য। তবে দাম্পত্যে রাগ নিয়ন্ত্রণ জরুরি।
সিংহ: প্রতিযোগিতা ও মামলায় জয়ের সম্ভাবনা। স্বাস্থ্য ও ব্যয়ে নজর দিন।
কন্যা: শিক্ষা ও সৃজনশীল কাজে সাফল্য। সন্তানের বিষয়ে ব্যস্ততা বাড়বে।
তুলা: সম্পত্তি ও যানবাহন সংক্রান্ত সুখবর। পারিবারিক শান্তি বৃদ্ধি।
বৃশ্চিক: সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। নতুন উদ্যোগে সাফল্য।
ধনু: আর্থিক উন্নতি ও সম্পত্তি কেনার যোগ। কথাবার্তায় সংযম প্রয়োজন।
মকর: উচ্চস্থ মঙ্গলে নেতৃত্ব ও কর্মজীবনে বড় অগ্রগতি। অহংকার এড়ান।
কুম্ভ: খরচ ও মানসিক চাপ বাড়তে পারে। বিদেশ সংক্রান্ত কাজে লাভ।
মীন: আয় বৃদ্ধি ও লক্ষ্যপূরণ। নেটওয়ার্ক শক্তিশালী হবে।
উচ্চস্থ মঙ্গলের এই গোচর অনেকের জীবনে গতি আনলেও, সংযম ও সচেতনতা রাখাই সাফল্যের চাবিকাঠি।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।







