Thursday, August 28, 2025
HomeScrollশমীকের টিমে এবার পুরনো রাজ্য সভাপতি ?

শমীকের টিমে এবার পুরনো রাজ্য সভাপতি ?

পুরনো অভিজ্ঞ কর্মীদের ভরসাতেই হাঁটতে চান শমীক?

ওয়েব ডেস্ক : বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই দলকে নতুনভাবে সাজানোর কাজে নেমেছেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। দায়িত্ব নেওয়ার পর তিনি বারবার ইঙ্গিত দিয়েছিলেন, দল গোছাতে পুরনো অভিজ্ঞ কর্মীদের ভরসাতেই হাঁটবেন তিনি। মঙ্গলবার রাতে প্রকাশিত সাংগঠনিক জেলা কমিটির তালিকা সেই ইঙ্গিতকেই স্পষ্ট করে দিল।

বিজেপি সূত্রে খবর, জেলা কমিটিতে বহু পুরনো বিজেপি (BJP) মুখকে ফিরিয়ে আনা হয়েছে। নতুন পুরনো মধ্যে একটা সমন্ময় রাখার চেষ্টা করেছে শমীক। তবে বেশ কিছু জেলায় ব্যাপক পরিবর্তন হয়েছে। সেই অঙ্কে বোঝা যাচ্ছে,নতুন রাজ্য কমিটি কেমন হবে। বসে যাওয়া বহু পুরোন কর্মী ফিরবে রাজ্য কমিটিতে এমন টাই মনে করছেন বিজেপির কর্মীরা ।

শোনা যাচ্ছে, নতুন রাজ্য কমিটিতে প্রধান মুখপত্র অথবা সাধারণ সম্পাদক পদে প্রাক্তন সভাপতিকে ফিরিয়ে নিয়ে আসতে চায় শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। কেউ কেউ এই বিষয়টিকে বলছেন, অনেকটা গুরুর প্রতি শিষ্যর পুরস্কার। কেউ আগ বাড়িয়ে বলছে, প্রাক্তন রাজ্য সভাপতি কি এই দায়িত্ব পেলে ডিমোশন হবে না তো ? আবার কেউ বলছেন, এল কে আডবাণীর ক্ষেত্রে এমনটা হয়েছিল।

এখন দেখার বিষয়, কোন পথে সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) হাঁটেন? সূত্রের দাবি, বর্তমান কমিটির একাধিক নেতাকে বড় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। কারণ, তাঁদের অনেকেই আগামী বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। সভাপতি শমীক ভট্টাচার্যের এই মতের সঙ্গে ইতিমধ্যেই একমত প্রকাশ করেছে আরএসএসও। তাই নতুন কমিটিতে বাদ যাওয়া এবং ফিরে আসা নিয়ে দলের কর্মীরা এখন ব্যাস্ত তুমুল আলোচনায়।‌ সব মিলিয়ে, বিজেপির (BJP) অন্দরমহলে এখন তুমুল আলোচনা— পুরনোদের প্রত্যাবর্তন, নতুনদের উত্থান আর বাদ যাওয়া নেতাদের ভাগ্য নিয়েই তৈরি হচ্ছে রাজনৈতিক অঙ্ক।

দেখুন অন্য় খবর :

Read More

Latest News