Thursday, August 14, 2025
HomeScrollএবার রি রিলিজের পথে 'জব উই মেট'
Jab We Met

এবার রি রিলিজের পথে ‘জব উই মেট’

ফের বড় পর্দায় দর্শক সাক্ষী থাকতে চলেছে আদিত্য-গীতের প্রেম কাহিনীর

Follow Us :

ওয়েব ডেস্ক: বলিপাড়ায় শুরু হয়েছে একের পর এক ছবি রি রিলিজের পালা। আর এবার প্রেমের মাসে সেই তালিকায় সংযোজন হতে চলেছে ‘জব উই মেট’। প্রেম দিবসের দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বড় পর্দায় আবারও মুক্তি পেতে চলেছে এই ছবি। ফের বড় পর্দায় দর্শক সাক্ষী থাকতে চলেছে আদিত্য – গীতের প্রেম কাহিনীর.. জানুন বিস্তারিত 

ইমতীয়াজ আলির পরিচালিত এই ছবিতে দুষ্টু মিষ্টির প্রেমের গল্প বলা হয়। যেখানে গীত এবং আদিত্য দুই অপর মেরুর মানুষ। একজন জীবনকে উন্মুক্ত চিন্তাভাবনায় দেখে অপর দিকে আদিত্য জীবনে ডিসিপ্লিনকেই নিজের বন্ধু বানিয়ে নিয়েছে। আর এই নিয়েই গল্প এগোতে থাকা। যদিও পরবর্তীতে কিছু বাধা বিপত্তিরও সৃষ্টি হয়। সেই সব মিলিয়ে এই ছবি।

আরও পড়ুন: জন্মদিনে রনংদেহী মেজাজ বার্থ ডে গার্ল মিমি

প্রেমের মাস। বসন্তের আগমনের সাথে সাথে ইতিউতি বাতাসে উঁকি দিচ্ছে ভালবাসার গন্ধ। আর এবার সেই আবহে বলিপাড়ায় ফের মুক্তি পেতে চলেছে শহীদ কাপুর এবং কারিনা কাপুরের রোমান্টিক মুভি ‘ জাব উই মেট ‘ । যদিও গত বছর অর্থাৎ ২০২৪ সালে এই মুভি পুণপ্রকাশ পায়, আর আবারও প্রেমের মাসে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে আদিত্য – গীতের প্রেম কাহিনী।

দেখুন অন্য খবর

 

RELATED ARTICLES

Most Popular