Sunday, August 31, 2025
HomeScrollপ্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের আবেদন জগদীপ ধনখড়ের

প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের আবেদন জগদীপ ধনখড়ের

পশ্চিমবঙ্গে রাজ্যপাল নিযুক্ত হওয়ার পর থেকেই সেই পেনশন অনিয়মিত হয়ে পড়ে

ওয়েবডেস্ক- রাজস্থানের (Rajasthan) প্রাক্তন বিধায়ক (EX MLA) হিসেবে পেনশনের (Pension) দাবি জানালেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Former Vice President Jagdeep Dhankhar) । ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ধনখড় জগদীপ ধনখড়, যিনি কিষাণগড় বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন। জুলাই ২০১৯ পর্যন্ত প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশন পেয়েছিলেন। ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় রাজস্থানের প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের জন্য আবেদন করেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে পশ্চিমবঙ্গে রাজ্যপাল নিযুক্ত হওয়ার পর থেকেই সেই পেনশন অনিয়মিত হয়ে পড়ে।

২১ জুলাই “স্বাস্থ্যগত সমস্যা” উল্লেখ করে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন। এর পর  ধনখড় রাজস্থান বিধানসভা সচিবালয়ে প্রাক্তন বিধায়ক হিসেবে তার পেনশন পুনরায় চালু করার জন্য নতুন করে আবেদন করেছেন, কর্মকর্তারা জানিয়েছেন। সচিবালয় প্রক্রিয়াটি শুরু করেছে এবং উপ-রাষ্ট্রপতি হিসেবে তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার তারিখ থেকে পেনশন প্রযোজ্য হবে।

আরও পড়ুন- ২০২১ থেকে সুপ্রিম কোর্টে কোনও মহিলা বিচারপতি নিয়োগ হয়নি

রাজস্থানের একজন প্রাক্তন বিধায়কের পেনশন এক মেয়াদের জন্য প্রতি মাসে ৩৫,০০০ টাকা থেকে শুরু হয় এবং অতিরিক্ত মেয়াদ এবং বয়সের সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পায়। বর্তমানে ধনখড়ের বয়স ৭৪ বছর। জগদীপ ধনখড় একজন প্রাক্তন বিধায়ক হিসেবে প্রতি মাসে ৪২,০০০ টাকা পেনশন পাওয়ার যোগ্য।

দেখুন আরও খবর-

Read More

Latest News