Wednesday, September 17, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollভারতের মিসাইলে ছিন্নভিন্ন মাসুদ আজহারের পরিবার
Masood Azhar

ভারতের মিসাইলে ছিন্নভিন্ন মাসুদ আজহারের পরিবার

পাক মিথ্যাচার ফাঁস করল জইশ কমান্ডার

ওয়েব ডেস্ক: ভারতের মিসাইলে ছিন্নভিন্ন মাসুদ আজহারের পরিবার। পহেলগাম জঙ্গি হামলার বদলা নিতে ভারতের করা অপারেশন সিঁদুরে ৭ মে গভীর রাতে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে গিয়েছিল জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের (Masood Azhar) বাড়ি। শোনা গিয়েছিল, বিস্ফোরণে মারা গিয়েছে আজহারের পরিবারের ১৪ সদস্য। ঘটনা তা মেনে নিল জইশ শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি (Masood ilyas kashmiri)।

জইশের এক কমান্ডারের (Jaish-e-Mohamad) বক্তব্য ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে ৭ মে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সময় ভারতীয় সেনা হামলার কথা। অপারেশন সিঁদুরে ভারতের হামলায় জইশ প্রধান মাসুদ বেঁচে গেলেও তাঁর পরিবারের সদস্যরা ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওতে কাশ্মীরিকে বলতে শোনা গিয়েছে, সন্ত্রাসবাদকে কাজে লাগিয়ে দিল্লি, কাবুল, কান্দাহারের সঙ্গে লড়ে আমরা আমাদের দেশের সীমান্তকে রক্ষা করেছি। ৭ মে মৌলানা মাসুদ আজহারের পরিবার টুকরো টুকরো হয়ে যায় বাহাওয়ালপুরে ভারতীয় সেনার আক্রমণ।

 অন্য খবর দেখুন

YouTube player
Read More

Latest News