কলকাতা: আজ মহাষ্টমী (Maha Ashtami)। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলছে পষ্পাঞ্জলী। রীতি মেনেই বেলুড় মঠে চলছে মহাষ্টমীর পুজো। বেলুড় মঠে মহাষ্টমীর পুজোয় ভক্তের ঢল। রীতি মেনে কুমারী পুজোর (Kumari Puja Belur Math) চলছে বেলুড়ুর মঠে।
প্রাচীনকাল থেকে চলে আসা এই রীতিতে ১ থেকে ১৬ বছর বয়সী কুমারীদের দেবী দুর্গার প্রতীক মেনে পুজো করা হয়। বনেদি বাড়ি থেকে শুরু করে বারোয়ারি পুজো যেখানেই দুর্গাপুজো হোক না কেন, কুমারী পুজো ছাড়া দেবীর আরাধনাকে অসম্পূর্ণ বলে মনে করা হয়। তাই প্রতি বছরই পুজো মণ্ডপে এবং বিশেষত বেলুড় মঠে এই পুজোকে ঘিরে মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। এবারের অষ্টমী তিথি শুরু হয়েছে সোমবার বিকেল ৪টা ৩৩ মিনিট থেকে, যা চলবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৭ মিনিট পর্যন্ত। পঞ্জিকা অনুসারে কুমারী পুজোর সঠিক সময় হিসেবে বলা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ২৮ মিনিটে।অষ্টমীতে বেলুড় মঠে চলছে। কুমারী পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে চলছে কুমারী পুজো। মঙ্গলবার সারাদিন ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড়মঠ। এদিন মঙ্গলারতি দিয়ে অষ্টমী পুজোর শুরু হয়েছে।
আরও পড়ুন: নবমীতে নিম্নচাপ, দশমীতে দুর্যোগের পূর্বাভাস
মঠের সন্ন্যাসী ও সেবকরা নিয়ম মেনে পুজোর আচার পরিচালনা করছেন। বেলুড়মঠে দুর্গাপুজো এবার ১২৫তম বর্ষ। পুণ্য ও নিয়ম মেনে চলছে পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পুজো হয় বেলুড়ে। ধুমধামের সঙ্গে কুমারীপুজোর আয়োজন করা হচ্ছে বেলুড় মঠে। প্রতিবছর পাঁচ – সাত বছর বয়সী শিশু কন্যাকে কুমারী হিসেবে পুজো করা হয়। এবারও সেই একই নিয়ম মেনে কুমারীপুজোর আয়োজন করা হয়েছে।
দেখুন ভিডিও