Tuesday, December 16, 2025
HomeScrollস্টেডিয়ামে দাঁড়িয়ে কী বললেন লিওনেল মেসি
Messi in Delhi

স্টেডিয়ামে দাঁড়িয়ে কী বললেন লিওনেল মেসি

সফরের শেষে ভারতবাসীকে কী কথা দিয়ে রাখলেন মেসি?

নয়াদিল্লি: ৩৫ মিনিটের অনুষ্ঠানে দিল্লিবাসীর মন জয় করে নিলেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল।দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত হয় এই ইভেন্ট।কড়া নিরাপত্তার মধ্যে বিকাল ৪.২৬ মিনিটে অরুণ জেটলি স্টেডিয়ামে দুই সতীর্থকে নিয়ে পৌঁছোন মেসি। এ দিনের অনুষ্ঠানে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের প্রতিটি পদক্ষেপ ছিল মাপা। মেসিরা মাঠ ছাড়ার কিছুক্ষণ আগে মাঠে আসেন জয় শাহ। জয় শাহ (Jay Shah)২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) প্রথম ম্যাচের টিকিট তুলে দিলেন লিওনেল মেসির হাতে। ভারতীয় ক্রিকেট দলের জার্সি।স্টেডিয়াম ছাড়ার আগে তিনি বলেন, ‘ভারতে এসে এই ক’দিনে যে ভালোবাসা পেয়েছি তার জন্য ধন্যবাদ। খুব কম সময়ের জন্য থাকতে পারলাম, তবে আগেই জানতাম ভারতে এমন অভ্যর্থনা পাবো। আমাদের জন্য যা করেছেন আপনারা, সেটা বলে বোঝানো যায় না।

সোমবার বিকেলে অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) পা রাখতেই লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফরের শেষে ধরা পড়েছিল উত্তেজনা, উন্মাদনা, প্রতীক আর সৌজন্যের মিলন। গায়ে পিঙ্ক রঙের টি-শার্ট, চিরচেনা হাসি— দিল্লিতে ‘গোট’ (GOAT) ছিলেন পরিচিত মেজাজে। অনুষ্ঠানের শেষ পর্বে এসে হাতে মাইক তুলে নেন মেসি। শুরুটাই করলেন এই ভাবে, “ভারত সফরের অভিজ্ঞতাটা এতটাই ভাল, কিন্তু আক্ষেপ একটাই, সময়টা বড্ড কম।”মাঠে একটাই চিৎকার, মেসি মেসি। এদিকে লিও বলে চললেন, “এত ভালবাসা পাওয়া সত্যিই অসাধারণ ছিল। লিওনেল মেসি বলেন, ‘আমি আগে থেকেই জানতাম আমরা ভারতে প্রচুর ভালোবাসা পেয়েছি। গত কয়েকদিন ধরে আপনারা আমাদের জন্য যা কিছু করেছেন তা অসাধারণ, পাগলামির চেয়ে কম কিছু নয়। আপনাদের সকলের ভালোবাসার জন্য ধন্যবাদ। আমরা অবশ্যই ভারতে ফিরে আসব, হয়ত ম্যাচ খেলতে বা অন্য কোনও অনুষ্ঠানে। তবে একটি জিনিস নিশ্চিত: আমরা আসব।’

আরও পড়ুন:জয় শাহ কী কী উপহার দিলেন মেসিকে?

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত হয় এই ইভেন্ট।কড়া নিরাপত্তার মধ্যে বিকাল ৪.২৬ মিনিটে অরুণ জেটলি স্টেডিয়ামে দুই সতীর্থকে নিয়ে পৌঁছোন মেসি। এ দিনের অনুষ্ঠানে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের প্রতিটি পদক্ষেপ ছিল মাপা।আগামী বছর ভারতের মাটিতে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত নামবে USA-র বিরুদ্ধে।সেই টুর্নামেন্ট দেখতে আসার আমন্ত্রণ জানানো হল মেসিকে। জয় শাহ সেই ম্যাচের একটি প্রতীকী টিকিট তুলে দেন মেসির হাতে। তিন ফুটবলারের হাতে টিম ইন্ডিয়ার জার্সিও তুলে দেওয়া হয়। যেখানে মেসির ‘১০’ তো বটেই, সুয়ারেজের জার্সি নম্বর ‘৯’ ও ডি পলের ‘৭’ নম্বর জার্সিও ছিল। মেসির হাতে সই করা একটি ব্যাটও তুলে দেওয়া হয়।

দেখুন ভিডিও 

YouTube player
Read More

Latest News