Wednesday, September 10, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollসিল্কের শাড়িতে অপরূপা মিমি
Mimi Chakraborty

সিল্কের শাড়িতে অপরূপা মিমি

স্নিগ্ধ আউটফিটেই মিমির গ্ল্যামার উপচে পড়ছে

কলকাতা: বরাবরই তাক লাগায় মিমির ফ্যাশন সেন্স। শাড়ি থেকে জিন্স সবেতেই তিনি স্বচ্ছন্দ। এবার শাড়িতে সকলে মুগ্ধ করেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। মিমির গ্ল্যামারাস সাজ থেকে চোখ ফেরানো দায়। কিছু দিন আগে শুভশ্রীকে বলতে শোনা গিয়েছিল বলিউডে দীপিকা আর আমাদের মিমি। মিমির অভিনয় থেকে ফ্যাশন সেন্স সবেতেই মুগ্ধ করেছেন অনুরাগীদের। এবারও বোল্ড লুকে ঝড় তুললেন মিমি (Mimi Chakraborty)।

টলিউডের হট অ্যান্ড বোল্ড অভিনেত্রী হলেন মিমি চক্রবর্তী। তাঁর অভিনয় এবং ডাকাবুকো চারিত্রিক বৈশিষ্ট্যকে বরাবরই ভালোবাসা দিয়েছে দর্শকগণ। এবার পুজোতে আসছে রক্তবীজ ২। ছবিতে পুলিশের চরিত্রে দরমার অ্যাকশন করতে দেখা যাবে, আবার বিকিনি লুকে অনুরাগীদের পাগল করবেন মিমি। বেজ শাড়ি পরে একটা ফটোশ্যুট করেছেন মিমি চক্রবর্তী। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম থেকে শেয়ারও করে নিয়েছেন।

বেজ শাড়ি সঙ্গে ডিপকাট সরু ফিতের ব্লাউজ মিমি যেন আগুন ঝরালেন। স্নিগ্ধ আউটফিটেই মিমির গ্ল্যামার উপচে পড়ছে। এই সিল্কের শাড়ির জুড়ে রুপোলি জরির ছোট ছোট কাজ করা ছিল। শাড়িটি তিনি পরেছেন এমনি সাধারণ ড্রেপিং করেই। তবে আঁচল রেখেছেন বড়। শরীরের সব ভাঁজ স্পষ্ট করে ফুটে উঠেছে ফটোশ্যুটে। ব্লাউজের কাজ ছিল দেখার মতো।

আরও পড়ুন: কলাকুশলীদের সাহায্যে ‘রঘু ডাকাত’ এর নতুন প্রয়াস

অন্য খবর দেখুন

Read More

Latest News