মধুসূদন ভট্টাচাৰ্য, দাসপুর: ছেলের (Son) হাতে মায়ের (Mother Murder) মৃত্যু! পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার দাসপুর থানার (Daspur Thana) সুজানগর গ্রামে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে নিজের মাকে কাটারি দিয়ে আঘাত করে খুন করেছে ছেলে আকাশ মাজি। মৃত মহিলার নাম মিঠু মাজি।
পরিবারের সূত্রে জানা যায়, বাড়িতে কিছুদিন ধরেই টাকার লেনদেন নিয়ে মা ও ছেলের মধ্যে বিবাদ চলছিল। বুধবার বিকেলে সেই বিবাদ চরম আকার ধারণ করে। রাগে আকাশ কাটারি এনে মাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মিঠু দেবী।
আরও পড়ুন- জাল জন্ম–মৃত্যু শংসাপত্র মামলায় গ্রেফতার ৫
ঘটনার পরই অভিযুক্ত গুণধর ছেলে আকাশ মাজিকে স্থানীয়রা ধরে পুলিশে খবর দেয়। পরে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্তকে ছেলেকে গ্রেফতার করে। ঘটনায় এলাকায় নেমে আসে এসেছে শোকের ছায়া।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।
দেখুন আরও খবর-







