Tuesday, September 16, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScroll১০৫০ টি অঙ্গনারী কেন্দ্রে রান্নার গ্যাসের সংযোগ স্থাপন, উদ্যোগে নদিয়া জেলা...
Nadia

১০৫০ টি অঙ্গনারী কেন্দ্রে রান্নার গ্যাসের সংযোগ স্থাপন, উদ্যোগে নদিয়া জেলা পরিষদ

১০৫০টি অঙ্গনারী কেন্দ্রে রান্নার গ্যাসের সংযোগ স্থাপন উদ্যোগে নদিয়া জেলা পরিষদ

নদীয়া: নদিয়া (Nadia) জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এবার রান্নার ধোঁয়াহীন যুগের সূচনা। সোমবার কল্যাণীর ঋত্বিক সদনে জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ১,০৫০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি গ্যাস সংযোগের উদ্বোধন করেন নারী ও শিশু কল্যাণ ও সমাজকল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ শশী পাঁজা (Sashi Panja)।

মন্ত্রী জানিয়েছেন, এখনও কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্যাস সংযোগ বাকি রয়েছে। আগামী দিনে সবগুলিতে এলপিজি ব্যবস্থা চালু করা হবে। প্রতিটি কেন্দ্রে দুটি করে সিলিন্ডার, ওভেন এবং অগ্নিনির্বাপক যন্ত্র দেওয়া হয়েছে। কর্মীদের দুর্ঘটনা মোকাবিলার জন্য প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: পুজোর আগে দুঃস্থদের জন্য বিশেষ উদ্যোগ রানাঘাট লায়ন্স ক্লাব ওয়েস্টের

এতদিন অধিকাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাঠ বা অন্য জ্বালানি ব্যবহার করে রান্না করতে হতো। এতে যেমন পরিবেশ দূষণ হচ্ছিল, তেমনই শারীরিক কষ্ট পোহাতে হতো কর্মীদের। নতুন ব্যবস্থায় একদিকে কর্মীদের স্বাস্থ্যের সুরক্ষা হবে, অন্যদিকে শিশু ও প্রসূতি মায়েদের জন্য নিরাপদ খাবার প্রস্তুত করা সম্ভব হবে। স্থানীয় প্রশাসনের মতে, এই পদক্ষেপ অঙ্গনওয়াড়ি পরিষেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News