Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollদেশজুড়ে এসআইআর প্রস্তুতির সময়সীমা নির্দিষ্ট করে দিল নির্বাচন কমিশন

দেশজুড়ে এসআইআর প্রস্তুতির সময়সীমা নির্দিষ্ট করে দিল নির্বাচন কমিশন

দেশে SIR চালাতে গেলে কী কী করণীয়?

ওয়েব ডেস্ক: দেশজুড়ে এসআইআর প্রস্তুতির সময়সীমা নির্দিষ্ট করে দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। কমিশন সূত্রে খবর আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যগুলিকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। SIR প্রস্তুতি শেষ করতে বিভিন্ন রাজ্যের সিইওদের দেওয়া হয়েছে এই নির্দেশ। SIR এর ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির নির্দেশ।

কমিশন জানিয়েছে যে, বিহারের পর, সারা দেশে ধাপে ধাপে SIR বাস্তবায়ন করা হবে। 2026 সালে অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই এই প্রক্রিয়া সেরে ফেলতে চায় নির্বাচন কমিশন। অক্টোবর মাস থেকেই দেশের সর্বত্র ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (SIR) কাজ শুরু হতে চলেছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নির্বাচন কমিশনারদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন এমনই প্রস্তাব তুলে ঘরে এবং সকলের তরফে তাতে সবুজ সঙ্কেতও মিলেছে বলে খবর।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার পাঁচ কোটি টাকার সোনা

গোটা দেশে SIR হবে বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। সেই মর্মে গত ২৪ জুন বিবৃতিও দেয় তারা। সেই সময় জানানো হয়, বিহারে যেহেতু চলতি বছরেই বিধানসভা নির্বাচন, তাই সেখান থেকেই SIR-এর সূচনা হয়েছে। ধাপে ধাপে অন্য় রাজ্যগুলিতেও ভোটার তালিকায় নিবিড় সংশোধন ঘটানো হবে। বুধবার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক হয় জাতীয় নির্বাচন কমিশনের। গোটা দেশে SIR চালাতে গেলে কী কী করণীয়, প্রস্তুতি কেমন হতে হবে, সেই নিয়ে বিশদ আলোচনা হয় বৈঠকে।

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News