Tuesday, November 18, 2025
HomeScrollএবার নতুন এসি লোকাল শিয়ালদহ কল্যাণী শাখায়, কত ভাড়া জানেন?
AC Local

এবার নতুন এসি লোকাল শিয়ালদহ কল্যাণী শাখায়, কত ভাড়া জানেন?

বেড়েছে যাত্রী, বাড়ছে চাহিদা, এবার রবিবারেও চলবে এসি লোকাল

কলকাতা: এবার নতুন কল্যাণী শিয়ালদহ শাখা পেয়ে চলেছে নতুন এসি লোকাল ট্রেন (AC Local Sealdah Kalyani sakahay)। শিয়ালদহ মেন লাইনে ২টো এসি লোকাল সফল ভাবে চালানোর পর AIIMS জন্য যাত্রীদের চাপ সামলাতে এই এসি লোকালের (AC Local) পরিষেবা শুরু সিদ্ধান্ত পূর্ব রেলের সোমবার থেকে শনিবার এবার শিয়ালদহ থেকে কল্যাণীর মধ্যেও নতুন সময় এসি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। শিয়ালদহ থেকে দুপুর ৩:১০ মিনিট নাগাদ কল্যাণীর উদ্দেশ্যে এসি লোকাল ছাড়বে। কল্যাণী পৌঁছাবে বিকেল ৪:৩২ মিনিট নাগাদ। কল্যাণী থেকে এসি লোকাল ছাড়বে ৫:০২ মিনিট নাগাদ। শিয়ালদহ পৌঁছাবে সন্ধ্যা ৬:২০ মিনিট নাগাদ। শিয়ালদহ-রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর এই দুই রুটে বর্তমানে এসি লোকাল পরিষেবা রয়েছে। আপাতত পরীক্ষা-নিরীক্ষা ভাবে চলবে রবিবার এই পরিষেবা।

বেড়েছে যাত্রী, বাড়ছে চাহিদা। আর সেকারণেই এবার রবিবারেও চলবে এসি লোকাল। রবিবার শিয়ালদহ থেকে এসি লোকাল ছাড়বে সকাল ১১:৫৫ নাগাদ। কৃষ্ণনগর পৌঁছাবে দুপুর ২:২০ মিনিট নাগাদ। অপরদিকে, কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর ৩:৫৭ মিনিট নাগাদ। পৌঁছাবে সন্ধ্যা ৬:২০ মিনিট নাগাদ। এই পরিষেবার মধ্যেই নৈহাটি কল্যাণী রানাঘাট সহ ঘোষিত স্টেশন গুলিতে দাঁড়াবে এসি লোকাল। সাফল্য মিললে সম্পূর্ণরূপে রবিবার পরিষেবা রেখে দেওয়া হবে।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে পূর্ব বর্ধমানে শুভেন্দুর সভা, ট্র্যাফিকে শৃঙ্খলা বজায় রাখার কড়া বার্তা

বর্তমানে সোমবার থেকে শনিবার পর্যন্ত এসি লোকালের পরিষেবা ছিল। কিন্তু এতটাই চাহিদা বেড়ে গিয়েছে যে, রবিবারও শুরু করার জন্য যাত্রীদের তরফে আবেদন আসছে। বিশেষ করে শিয়ালদহ-কল্যাণী-রানাঘাট রুটে এসি লোকাল ১৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হচ্ছে। অন্যদিকে কৃষ্ণনগর-শিয়ালদহ রুটের এসি লোকালের পরিষেবার সময় ব্যস্ত সময়ের মধ্যে পড়ে না। তবুও তার টিকিটের চাহিদা ৯০ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে। যে কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবারেও এই পরিষেবা থাকবে। এছাড়াও সিদ্ধান্ত হয়েছে পরীক্ষা-নিরীক্ষা ভাবে গোপালনগর এবং বামনগাছিতে এবার থেকে এসি লোকাল থামানোর প্রস্তাব গৃহীত হয়েছে। এই দুটি স্টেশনে এবার থেকে এসি লোকাল থামবে বলেও জানানো হল।

এছাড়াও, শিয়ালদহ ডিভিশনে নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ এবং বনগাঁ থেকে বারাসাত প্রতিদিন নতুন একটি করে লোকাল ট্রেনের পরিষেবা বৃদ্ধি করা হল। চাহিদা থাকায়সম্প্রসারিত করা হয়েছে তিনটি রুটের তিনটি লোকালকেও। বর্তমানে চলাচলকারী বিবাদীবাগ-বারাকপুর লোকাল সম্প্রচারিত হয়ে বিবাদী বাগ থেকে কল্যাণী পর্যন্ত চলবে (ট্রেন নম্বর ৩০১১৩)। ব্যারাকপুর শিয়ালদহ চলাচল করি লোকাল কল্যাণী থেকে শিয়ালদহ করা হল। (ট্রেন নম্বর ৩১২৪২) হাসনাবাদ থেকে বারাসাত এর মধ্যে চলাচলকারী লোকাল ট্রেন পরিষেবা হাসনাবাদ থেকে দমদম ক্যান্টনমেন্ট করা হল। (ট্রেন নম্বর ৩৩৩২২)।

দেখুন ভিডিও

Read More

Latest News