কলকাতা: ২০১৮ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনসালির (Sanjay Leela Bhansali) পদ্মাবত (Padmaavat)। সাত বছর পর ফের প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেতে চলেছে এই ছবি। নির্মাতারা ইনস্টাগ্রামে পোস্টে জানিয়েছেন ছবি মুক্তির কথা। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), রণবীর সিং (Ranveer Singh) এবং শহিদ কাপুর (Shahid Kapoor)। নির্মাতারা তরফে এই তিনজনের একটি পোস্টার শেয়ার করেছে৷ ছবিটি ৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। পোস্টের ক্যাপশনে লিখেছে, “আবার বড় পর্দায় মহাকাব্যের সাক্ষী। সিনেমা হলে #পদ্মাবত।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত পদ্মাবত। রানী পদ্মাবতী এর ১৩ শতকের একটি গল্প। পদ্মাবত হল মালিক মুহম্মদ জয়সীর পদ্মাবত কবিতার একটি সিনেমাটিক রূপান্তর। মুভিটি রানী পদ্মাবতীর কিংবদন্তি সৌন্দর্য, সুলতান আলাউদ্দিন খিলজির বিরুদ্ধে তার অবাধ্যতা এবং তার অদম্য সাহসের গল্প বলে। মেওয়ারের মহারাওয়াল রতন সিংয়ের বীরত্বের কাহিনী ফোটে উঠেছে এই ছবিতে। গল্পটি সুলতান আলাউদ্দিন খিলজি আবেশ এবং উচ্চাকাঙ্ক্ষা, পদ্মাবতীর পাওয়ার অমোঘ ইচ্ছে ধরা দিয়েছে এই সিনেমায়।
View this post on Instagram
আরও পড়ুন: কালো সিল্কের শাড়িতে বোল্ড মালাইকা
একজন সিংহলি বংশোদ্ভূত রাজপুত রাণী পদ্মাবত তার সৌন্দর্যের জন্য পরিচিত। তিনি মহারাওয়াল রাজ রতন সিংকে বিয়ে করেছিলেন। ছবিতে রানি পদ্মাবতের ভূমিকায় দেখা গিয়েছিল দিপিকাকে। শাহিদের চরিত্রে অভিনয় করেছিলেন রতন সিংয়ের ভৃমিকায়। আলাউদ্দিন খিলজির ভূমিকায় মন জয় করেছিলেন রণবীর। যাইহোক, যখন রণবীরের সুলতান আলাউদ্দিন খিলজি পদ্মাবতীর সৌন্দর্যে বুঁদ হয়ে ওঠেন, তখন তিনি চিত্তোর আক্রমণ করেন এবং রতন সিংকে হত্যা করেন। কিন্তু, পদ্মাবতী অন্যান্য রাজপুত রাণীদের সঙ্গে তার গর্ব এবং সম্মান রক্ষার জন্য জওহর করেন। ফের দর্শকরা এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছেন। ৭ বছর পর পর্দায় ফিরছে পদ্মাবত। পোস্ট শেয়ার হতে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। এক দর্শক পোস্টে লিখেছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছি।
অন্য খবর দেখুন